CWG 2022-Mirabai Chanu: মীরার লড়াই কার সঙ্গে? উত্তরটা হয়তো আপনাকেও প্রেরণা দেবে…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2022 | 4:09 AM

Commonwealth Games 2022 : বার্মিংহ্যাম গেমসে তাঁকে চ্যালেঞ্জ করার মতো আদৌ কি কেউ ছিলেন! আপাত দৃষ্টিতে না। সোনার পদকে যেন আগে থেকেই তাঁর নাম লেখা ছিল। এমন প্রশ্নই করা হল মীরাবাঈকে।

CWG 2022-Mirabai Chanu: মীরার লড়াই কার সঙ্গে? উত্তরটা হয়তো আপনাকেও প্রেরণা দেবে...
আরও একটা লড়াই জেতার পর মীরা।
Image Credit source: PTI

Follow Us

 

দীপঙ্কর ঘোষাল

 

কিছুটা ক্লান্ত। তবে বুঝতে দিলেন না। অনেকটা আবেগতারিতও। এমনটা হওয়ারই কথা। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) টানা দ্বিতীয়বার সোনার পদক (Gold Medal)। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। ১৩০ কোটির বেশি ভারতবাসীর স্বপ্নপূরণ। তাঁর সঙ্গে কথা বলার যদি সুযোগ হত? সেই ব্যবস্থাও হল। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে সোনার মেয়ে মীরাবাঈ চানুর (Mirabai Chanu) ভার্চুয়াল প্রেস কনফারেন্সের ব্যবস্থা হল। বার্মিংহ্যাম থেকে অনেক প্রশ্নেরই উত্তর দিলেন হাসিমুখেই।

বার্মিংহ্যাম গেমসে তাঁকে চ্যালেঞ্জ করার মতো আদৌ কি কেউ ছিলেন! আপাত দৃষ্টিতে না। সোনার পদকে যেন আগে থেকেই তাঁর নাম লেখা ছিল। এমন প্রশ্নই করা হল মীরাবাঈকে। উত্তরটা, প্রেরণা যোগানোর মতোই। মীরা বললেন, ‘সবাই জানে কমনওয়েলথ গেমস আমার জন্য খুবই সহজ। আমিও সোনা জেতার আত্মবিশ্বাস নিয়েই নেমেছিলাম। প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেও হয়। আমি নিজের সঙ্গেই লড়াই করতে নেমেছিলাম। আগে কী কী করেছি, ভবিষ্যতে কী চাই। সেটা পরখ করাই লক্ষ্য ছিল। আরও যাতে ভালো পারফর্ম করতে পারি, সেটাই নজরে ছিল।’

মীরাবাঈ চানুর পরবর্তী লক্ষ্য কী? প্যারিস অলিম্পিক সম্পর্কে কী ভাবছেন! মীরা জানালেন, ‘ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। এখন তারই প্রস্তুতি নেব। গত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্কে আমি যে বিশ্বরেকর্ড গড়েছিলাম, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের সেই রেকর্ড ভাঙতে চাই। আজকের পারফরম্যান্সের পর আমি খুবই আত্মবিশ্বাসী, সেটা করতে পারব।’

টোকিও অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতি কী পার্থক্য ছিল? মীরা জানালেন, ‘রিও অলিম্পিকের ব্যর্থতা আমাকে ভাবিয়েছিল। টোকিওর জন্য পরবর্তী পাঁচ বছর প্রস্তুতি নিই। অলিম্পিকের তুলনায় কমনওয়েলথ গেমস আমার কাছে সহজ। তবুও নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি সেরেছি। টোকিও থেকে ফেরার পর স্ন্যাচের টেকনিক নিয়ে বাড়তি পরিশ্রম করেছি।’

Next Article