CWG 2022: অবসাদ, খারাপ সময় কাটিয়ে দুরন্ত সাক্ষী; কমনওয়েলথ গেমসে জিতলেন প্রথম সোনা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 06, 2022 | 1:54 AM

Commonwealth Games 2022: অলিম্পিক পদকের পর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয় সাক্ষীর কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে থাকল। খারাপ সময় কাটিয়ে ফের স্বমহিমায় ফিরলেন তিনি।

CWG 2022: অবসাদ, খারাপ সময় কাটিয়ে দুরন্ত সাক্ষী; কমনওয়েলথ গেমসে জিতলেন প্রথম সোনা
সাক্ষীর সোনা
Image Credit source: Twitter

Follow Us

বার্মিংহ্যাম: ২ বছর ধরে জাতীয় দলের বাইরে। একসময় অবসাদ ঘিরে ধরেছিল। লোকের কটাক্ষ শুনে শুনে ক্লান্ত। লাগাতার খারাপ ফর্ম প্রশ্ন তুলে দিয়েছিল, তাহলে কি রিও অলিম্পিকে পদক নেহাতই ফ্লুকে জেতা? খারাপ সময় তো বেশিদিন চলতে পারে না। দুঃসময় কাটিয়ে ফের স্বমহিমায় রোহতকের রেসলার সাক্ষী মালিক (Shakshi Malik)। কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) এর আগে সাক্ষীর সোনা জেতা হয়নি। গ্লাসগোয় রুপোর পর ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে ব্রোঞ্জ নিয়ে বাড়ি ফিরেছিলেন। তারপর লাগাতার খারাপ ফর্ম জারি। অলিম্পিকে পদকজয়ী নিজেকে ট্র্যাকে ফেরাতে পাখির চোখ করেছিলেন কমনওয়েলথ গেমসকে। পরিকল্পনা সফল। শুক্রবার কমনওয়েলথ গেমসে একের পর এক ম্যাচ জিতে মেয়েদের ৬২ কেজির ফাইনালে ওঠেন সাক্ষী। গোল্ড মেডেল ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল কানাডার অ্যানা গোডিনেজ গঞ্জালেস। সোনা জয়ের জন্য বেশি সময় নিলেন না সাক্ষী। ‘ভিকট্রি বাই ফল’-এ বাউট শেষ করলেন দ্রুত। অলিম্পিকে পদক জয়ী এখন কমনওয়েলথ গেমসে সোনাজয়ীও বটে।

 

একটা সময় কানাডার প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে ছিলেন সাক্ষী। বাউটের প্রথমদিকে বেশ কিছু ভুলের জন্য পয়েন্ট খুইয়ে বসেন। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছনে ছিলেন সাক্ষী। সেখান থেকে কামব্যাক করে হারিয়ে দিলেন গঞ্জালসকে। যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যান, দেশের অলিম্পিক পদক জয়ী কুস্তিগির বলে কথা। সাক্ষী মালিকের দিকে আলাদা ফোকাস থাকে বরাবরই। চোট-আঘাতে জর্জরিত সাক্ষী দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। কমনওয়েলথ গেমসের আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিপ্রেশনের কথা উল্লেখ করেছিলেন। সেসব এখন অতীত। দাদুকে দেখে কুস্তিতে আসা সাক্ষীর বার্মিংহ্যামে দেশকে আটনম্বর সোনার পদক এনে দেন।

Next Article