পুনে: চলছে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের (Maharashtra Premier League) প্রথম সিজন। টুর্নামেন্টের শুরুতেই হইচই ফেলে দিয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার অর্শিন কুলকার্নি। ইগল নাসিক টাইটান্সের হয়ে খেলা অর্শিন (Arshin Kulkarni) ব্যাটে বলে চমকে দিয়েছেন দেশের ক্রিকেট জগতকে। সোমবার রাতে ইগল নাসিকের বিরুদ্ধে ম্যাচ ছিল পুনেরি বাপ্পার। ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অর্শিন। ডান হাতি ব্যাটার মাত্র ৫৪ বলে শতরান হাঁকান। তাঁর ১১৭ রানের ইনিংসে রয়েছে ৩টি চার ও ১৩টি ছয়। ১৪তম ওভারে অর্শিন যখন ১১৭ রানে আউট হন ততক্ষণে দলের স্কোর ১৫৫। অর্শিনের কীর্তি এখানেই শেষ নয় বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
মারকাটারি ব্যাটিংয়ের পাশাপাশি অর্শিন একজন ডান হাতি পেসার। পুনেরি বাপ্পার ইনিংসের সময় ৪ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন। জয়ের জন্য শেষ ওভারে ৬ রানের প্রয়োজন ছিল পুনেরির। শেষ ওভারে বল করতে আসেন কুলকার্নি। মাত্র ৪ রান খরচ করে শেষ ওভারে দুই ব্যাটারকে আউট করে দলকে জিতিয়ে দিয়েছেন। নিজের কোটার ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। ব্যাটে-বলে অর্শিনই তাঁর টিম ইগল নাসিক টাইটান্সকে। ম্যাচে দুটো দল মিলিয়ে অর্শিন ছাড়া অন্য কোনও দলের বোলারের ইকোনমি রেট ৭-এর কম নয়। ম্যাচে প্রথমে ব্যাট করে অর্শিনের সেঞ্চুরির সুবাদে ২০৩ রান তুলেছিল নাসিক। জবাবে ৮ উইকেট হারিয়ে ২০২ রানে আটকে যায় প্রতিপক্ষ। টুর্নামেন্টে নাসিকের এটা তৃতীয় জয়। অন্যদিকে বাপ্পার প্রথম হার।
পুনেরি বাপ্পা টিমে খেলছেন চেন্নাই সুপার কিংস তারকা ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে-র এই বিধ্বংসী ব্যাটারের উপস্থিতিতেও লাইমলাইট কেড়ে নিলেন ১৮ বছরের অর্শিন। এই তরুণ ক্রিকেটার মহারাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে অপরিচিত নন। মহারাষ্ট্র ক্রিকেট এর আগেও তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের সাক্ষী থেকেছে। ২০২২ সালে বিনু মানকড় ট্রফিতে সর্বাধিক ২৬৮ রান সংগ্রহকারী ব্যাটার তিনি। এর মধ্যে দুটি শতরানের ইনিংসও রয়েছে। কোচবিহার ট্রফিতেও সর্বাধিক রান এসেছিল অর্শিনের ব্যাটে। মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ৩ ম্যাচে এখনও পর্যন্ত অর্শিন কুলকার্নির সংগ্রহ ১৯৫ রান। এছাড়া ৬.৮৯ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন।