একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন

sushovan mukherjee |

Dec 19, 2020 | 5:38 PM

সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রান। দুটি ক্ষেত্রেই ভারতীয় দলের নেতা বিরাট কোহলি। আর দিনটা ১৯ ডিসেম্বর (19 December)।

একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন
সাফল্য ও ব্যর্থতা

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ১৯ ডিসেম্বর ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল, নাকি কালো দিন?

বলা যাবে দুটোই। আলো আর অন্ধকার মিলে মিশে একাকার। মাঝে ফারাকটা ঠিক চার বছরের। ২০১৬’র ১৯ ডিসেম্বর থেকে ২০২০’র ১৯ ডিসেম্বর। ২০১৬ সালে বিরাট কোহলির ভারতকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছিল। টেস্ট ভারতের সর্বোচ্চ স্কোরের জন্য। চার বছর পর সেই বিরাটই সমালোচনায় জেরবার। এ বার ভারত অধিনায়ককে জবাবদিহি করতে হচ্ছে সর্বনিম্ন রানের জন্য।

এই চার বছরে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) সমুদ্রে অনেক ঢেউ উঠেছে। বেশির ভাগটাই সাফল্যের। কিন্তু রেকর্ড বইয়ের পাতায় ১৯ ডিসেম্বর দিনটা স্মরণীয় হয়েই থাকবে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর, টেস্ট ক্রিকেট ভারতের সর্বোচ্চ রান এবং ২০২০ সালের ১৯ ডিসেম্বর টেস্টের সর্বনিম্ন রান।

আরও পড়ুন – ৬৫ বছরে নতুন লজ্জা বিরাটদের

২০১৬ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলে বিরাটের ভারত। করুণ নায়ারের ৩০৩ ও কেএল রাহুলের ১৯৯ রানের ইনিংসে ভর করে, সাত উইকেট হারিয়ে ৭৫৯ রান করেছিল ভারত। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান। ১৯ ডিসেম্বর ৭৫৯ রানের মাইলস্টোনে পৌঁছেছিল ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে সেবার সাফল্যের হাসি বিরাটদের।

চার বছর পর ২০২০, ১৯ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া অল আউট মাত্র ৩৬ রানে। পিঙ্ক বল টেস্ট জেতার স্বপ্ন খানখান। সঙ্গে একরাশ লজ্জা।

সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রান। দুটি ক্ষেত্রেই ভারতীয় দলের নেতা বিরাট কোহলি। আর দিনটা ১৯ ডিসেম্বর (19 December)।

ক্রিকেট বড় নিষ্ঠুর, কখনও দেয় কখনও কেড়ে নেয়। যে বিরাট এতদিন সাফল্যের শিখরে থেকেছেন, তাঁকেই এখন নিতে হচ্ছে ব্যর্থতার দায়। বিরাট নিজেও জানেন, এই কারণে ক্রিকেটকে এক বলের খেলা বলে!

Next Article