ওয়েলিংটন: ডন ব্র্য়াডম্য়ান প্রসঙ্গ উঠলেই যেটা সামনে আসে, তা হল তাঁর ব্য়াটিং গড়। আর এই ব্য়াটিং গড়কেই চ্য়ালেঞ্জ করছেন এক তরুণ ক্রিকেটার। তবে তিনি অস্ট্রেলিয়ার নন। ইংল্য়ান্ডের তরুণ ক্রিকেটার হ্য়ারি ব্রুর একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড করলেন হ্য়ারি। তেমনই ব্য়াটিং গড়ের দিক থেকেও। নিউজিল্য়ান্ড সফরে দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৮৪ রানের ইনিংস খেলেন ইংল্য়ান্ডের তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগে তাঁর পারফরম্য়ান্স নজরকাড়া। এ বার দেশের হয়েও একের পর এক কীর্তি। কেনই বা ডন ব্র্য়াডম্য়ানের সঙ্গে তুলনায় টানা হচ্ছে তাঁকে! কোন নজির গড়লেন! বিস্তারিত TV9Bangla-য়।
নিউজিল্য়ান্ড সফরে প্রথম টেস্ট জিতেছে ইংল্য়ান্ড। দীর্ঘ ১৫ বছরের ব্য়বধানে নিউজিল্য়ান্ডের মাটিতে টেস্ট জয়ের নজিরও গড়েছে তারা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে সময়ের অনেক আগেই দিনের খেলা সমাপ্ত হয়। মাত্র ৬৫ ওভার ব্য়াট করে ৩ উইকেটে ৩১৫ রান তুলেছে ইংল্য়ান্ড। এর মধ্যে মাত্র ১৬৯ বলে ১৮৪ রানের বিধ্বংসী ইনিংস হ্য়ারি ব্রুকের। প্রাক্তন অধিনায়ক জো রুটের সঙ্গে চতুর্থ উইকেটে ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেন হ্য়ারি ব্রুক। ১৪৫ বছরের ইতিহাসে প্রথম ব্য়াটার হিসেবে কেরিয়ারের প্রথম ৯ ইনিংসে ৮০০ টেস্ট রান! এত দিন এই রেকর্ড ভারতীয় দলের ক্রিকেটার বিনোদ কাম্বলির দখলে ছিল। প্রথম ৯টি টেস্ট ইনিংসে ৭৯৮ রান করেছিলেন তিনি। ব্রুক ছাপিয়ে গেলেন সেই রান। আপাতত ৯ ইনিংসে তাঁর মোট রান ৮০৭। এখনও অপরাজিত রয়েছেন ব্রুক।
কিংবদন্তি ডন ব্র্য়াডম্য়ানের সঙ্গে কেনই বা তুলনায় আনা হচ্ছে! ব্র্য়াডম্য়ান কেরিয়ারের শেষ ইনিংসে ০ রানে না ফিরলে তাঁর ব্য়াটিং গড় হতে পারত ১০০। হ্য়ারি ব্রুকের ব্য়াটিং গড় প্রায় ১০১। স্ট্রাইকরেট ৯৯.৩৮। টানা তিন টেস্টে সেরার পুরস্কার জিতেছেন হ্য়ারি ব্রুক। টরঙ্গায় প্রথম টেস্টে দু-ইনিংসে করেছিলেন যথাক্রমে ৮৯ ও ৫৪। ইংল্য়ান্ডের ‘বাজবল’ এর জন্য় হ্য়ারি ব্রুকের ব্য়াটিং যে নিখুঁত, এ বিষয়ে সন্দেহ নেই। ১৬৯ বলে ১৮৪ রানের ইনিংসে ২৪টি বাউন্ডারি এবে ৫টি ওভার বাউন্ডারি মেরেছেন ব্রুক। দিনের খেলা শেষে ব্রুক বলেছেন, ‘অন্য়ান্য় ম্যাচে যে মানসিকতা নিয়ে ব্য়াট করি, এই ম্যাচেও সেটাই করেছি। আগেও বেশ কয়েক বার যেটা বলেছি, আমার সবসময়ই লক্ষ্য় থাকে বোলারদের উপর চাপ তৈরি করা।’