India vs England: এজবাস্টনে টি-২০ সিরিজ পকেটে পুরতে মেন ইন ব্লুদের ভরসা হতে পারেন কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 09, 2022 | 8:30 AM

জেনে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নজরে থাকবেন কোন কোন প্লেয়াররা...

India vs England: এজবাস্টনে টি-২০ সিরিজ পকেটে পুরতে মেন ইন ব্লুদের ভরসা হতে পারেন কারা?
এজবাস্টনে টি-২০ সিরিজ পকেটে পুরতে মেন ইন ব্লুদের ভরসা হতে পারেন কারা?
Image Credit source: BCCI Twitter

Follow Us

বার্মিংহাম: বিদেশের মাটিতে প্রথম বার ভারতকে (India) নেতৃত্ব দিয়ে প্রথম ম্যাচেই দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। ১-০ সিরিজে এগিয়ে থেকে শনিরাতে এজবাস্টনে নামবেন রোহিতরা। দ্বিতীয় ম্যাচটা জিতেই সিরিজ পকেটে পুরে নিতে চায় মেন ইন ব্লুরা। যদিও বাটলারব্রিগেড চাইবে সিরিজে সমতা ফেরাতে। ফলে প্রথম ম্যাচে হারের বদলা নেওয়াই লক্ষ্য থাকবে মইন আলিদের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের। অভিষেকে দুটো উইকেটও পেয়েছিলেন তিনি। কিন্তু বুমরা-জাডেজারা দ্বিতীয় ম্যাচে দলে ফিরছেন। ফলে বাটলারদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে সেদিকে বিশেষ নজর থাকবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নজরে থাকবেন কোন কোন প্লেয়াররা, দেখে নিন-

  1. রোহিত শর্মা – ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৪ বলে ২৪ রান করে যান। তার মধ্যে ছিল ৫টি চার। অধিনায়ক হিসেবে রোহিতের এটাই প্রথম ওভারসিজ সিরিজ। এই সিরিজে ব্যাড প্যাচ কাটাতে মরিয়া হিটম্যান।
  2. সূর্যকুমার যাদব – বাটলারদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চার নম্বরে নেমে সূর্যকুমার যাদব ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। যার মধ্যে ছিল ৪টি চার ও ২টি ছয়। স্কাই নিজের ছন্দ ধরে রাখতে চান। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য, এই সিরিজেই নিজেকে প্রমাণ করতে চাইবেন সূর্যকুমার। ফলে দ্বিতীয় ম্যাচে তিনি সুযোগ পেলে নজর রাখতে হবে তাঁর দিকেও।
  3. হার্দিক পান্ডিয়া – কামব্যাকেই কিং হার্দিক পান্ডিয়া। তাঁর নামটার সঙ্গে এই কথাটা দারুণ মানাচ্ছে। দীর্ঘদিন পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই আয়ারল্যান্ড সফরের নেতৃত্বভার পেয়েছিলেন। দারুণ ভাবে সেই সিরিজে জেতে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল প্রথম ম্যাচে। ব্যাট হাতে প্রথমে ৩৩ বলে ৫১ রান করে যান হার্দিক। এরপর বল হাতে পান ৪টি উইকেট। ফলে দ্বিতীয় ম্যাচেও বিশেষ নজর থাকবে তাঁর ওপর।
  4. দীপক হুডা – আয়ারল্য়ান্ড সফরে দেশে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন দীপক হুডা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন হুডা। দীপক যে কোনও স্থানে নামতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাটলারদের বিরুদ্ধে তিন নম্বরে নেমে ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে যান দীপক। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ফিরছেন। ফলে দীপক হুডা সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর সুযোগ পেলেও, তিনে যেহেতু বিরাট নামেন, তাই দীপকের ব্যাটিং অর্ডার কী হবে তাতেও নজর থাকবে।
  5. ভুবনেশ্বর কুমার – দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার। আয়ারল্যান্ড সফরেও ভুবির আঁটোসাঁটো বোলিং দেখা গিয়েছিল। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার তিনিই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা করতে গেলে ভুবিকে আরও উজ্জ্বল হতে হবে। নতুন বলে ভুবি সাফল্য পান। যেমন প্রথম ম্যাচে প্রথম ওভারেই পেয়েছিলেন। ইংল্যান্ডের বড় অস্ত্র তাদের অধিনায়ক জস বাটলারকে শূন্যে ফেরান তিনি। ফলে দ্বিতীয় ম্যাচেও বিশেষ নজর থাকবে তাঁর ওপর।
Next Article