IND vs ENG: বদলাবে জার্সি, ফিরছেন ক্যাপ্টেন; লক্ষ্মীবারে সাউদাম্পটনে ভারতের ভাগ্য বদলাতে পারেন যাঁরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 07, 2022 | 7:30 AM

হার দিয়ে শুরু হয়েছে ইংল্যান্ড সফর। সেই হতাশা কাটিয়ে বৃহস্পতিবার থেকে নতুন উদ্যোমে, অন্য ফরম্যাটে মাঠে নামবে মেন ইন ব্লু। ম্যাচে ফিরছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

IND vs ENG: বদলাবে জার্সি, ফিরছেন ক্যাপ্টেন; লক্ষ্মীবারে সাউদাম্পটনে ভারতের ভাগ্য বদলাতে পারেন যাঁরা
নজরে থাকবেন যাঁরা
Image Credit source: Twitter

Follow Us

সাউদাম্পটন: এজবাস্টন টেস্টের প্রথম থেকে ইংল্যান্ডকে চেপে ধরলেও ম্যাচ ফসকে গিয়েছে ভারতের হাত থেকে। ৭ উইকেটে পঞ্চম টেস্ট হেরে মনমরা বিরাট কোহলি, জসপ্রীত বুমরা-রা। এবার শুরু রঙিন জার্সিতে লড়াই। হতাশা সরিয়ে বৃহস্পতিবার থেকে নতুন উদ্যোমে মাঠে নেমে পড়বেন রোহিত শর্মারা। বিদেশের মাটিতে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত (Rohit Sharma)। তাছাড়া প্রথম ম্যাচে দলে থাকছে আয়ারল্যান্ড সফরের জয়ী দলের অধিকাংশ তরুণ খেলোয়াড়। সদ্য আয়ারল্যান্ডে ২ ম্যাচের সিরিজ জয়ী দল টগবগ করে ফুটছে। বছর শেষে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) তিন ম্যাচের টি-২০ সিরিজের উপর নির্বাচকদের কড়া নজর থাকবে। নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে অস্ট্রেলিয়ার টিকিট পাকা। বৃহস্পতিবার সাউদাম্পটনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নজর থাকবেন কোন কোন খেলোয়াড়। দেখে নিন-

হার্দিক পান্ডিয়া – দীর্ঘদিন পর চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করেই বাজিমাত। দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে আয়ারল্যান্ড সফরের নেতৃত্বভার দেওয়া হয়েছিল। আইপিএল জয়ী ক্যাপ্টেন প্রথম চেষ্টাতেই সফল। ঠান্ডা মাথায় নেতৃত্বদান ছাড়াও ব্যাট হাতে অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার্দিকের ৪টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১১৭। আয়ারল্যান্ড সফরে হাত ঘুরিয়ে উইকেটও পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

দীপক হুডা –আয়ারল্য়ান্ড সফরে ভারতীয় দলের বড় আবিষ্কার। ইংল্যান্ডের প্রতিবেশী দেশে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ইংরেজদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার জন্য তেতে রয়েছেন দীপক হুডা। আয়ারল্যান্ড সফরে ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল হুডাকে। বুঝিয়ে দিয়েছিলেন, যে কোনও স্থানে স্বচ্ছন্দ তিনি। সেই ধারাবাহিকতা ইংল্যান্ডেও বজায় থাকবে, এমনটাই আশা।

যুজবেন্দ্র চাহাল – আইরিশদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সিরিজ সেরার পুরস্কার পকেটে পুরেছিলেন। বিদেশের মাটিতেও চাহালের দাপট থাকে দেখার মত। তারকা স্পিনারের গুগলিও একাধিক ম্যাচে বাজিমাত করে। ইংল্যান্ডেও তাঁর দিকে থাকবে নজর ।

ভুবনেশ্বর কুমার – ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার জেতেন। আয়ারল্যান্ড সফরে ভুবির আঁটোসাঁটো বোলিং দেখা গিয়েছে। টি-২০ টিমে অভিজ্ঞ পেসার বলতে তিনিই। তবে অস্ট্রেলিয়ার টিকিট পেতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও জ্বলে উঠতে হবে ভুবিকে।

রোহিত শর্মা- ক্যাপ্টেনের দিকে আলাদা নজর থাকবে তা বলাই বাহুল্য। টিমের অন্যতম সেরা ব্যাটার। পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিতের এটা প্রথম ওভারসিজ সিরিজ। ইশান কিষাণের সঙ্গে ম্যাচের সূচনায় নামবেন। পঞ্চদশ আইপিএলটা একদমই মনের মতো হয়নি রোহিতের। সাউদাম্পটনে সেই ব্যাড প্যাচ কাটাতে মরিয়া হিটম্যান।

Next Article