Ishan Kishan: ‘ক্ষুধার্ত’ ঈশান কিষাণের কাছে আইপিএলই সুযোগ… দাবি কার?
এ বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে আইপিএল (IPL)। ফলে এ বারের আইপিএলে অনবদ্য পারফর্ম করলে আবার জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে ঈশানের। দেশের এক প্রাক্তন ক্রিকেটারও বলেছেন, 'ক্ষুধার্ত' ঈশান কিষাণ যেহেতু এখন বোর্ডের চুক্তিতে নেই, তাই তাঁর কাছে আইপিএলই উন্নতি করার সুযোগ।
কলকাতা: বোর্ডের সতর্কতা না মানার হাতে নাতে ফল পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। লাল বলের ক্রিকেটকে ঈশান গুরুত্ব না দেওয়ার ফলে উন্নতি তো দূর, ‘সি’ গ্রেডে ছিলেন বর্তমানে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেই বাদ পড়েছেন। সম্প্রতি জানা গিয়েছে, বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ড সিরিজে ডাক পড়েছিল ঈশানের। কিন্তু তিনি জানিয়ে দেন তৈরি নন বলে। ক্রিকেট মহলে অনেকেই বলছেন, জাতীয় দলে ফেরা কঠিন ঈশানের পক্ষে। আবার এর উল্টো কথাও শোনা যাচ্ছে। এ বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে আইপিএল (IPL)। ফলে এ বারের আইপিএলে অনবদ্য পারফর্ম করলে আবার জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে ঈশানের। দেশের এক প্রাক্তন ক্রিকেটারও বলেছেন, ‘ক্ষুধার্ত’ ঈশান কিষাণ যেহেতু এখন বোর্ডের চুক্তিতে নেই, তাই তাঁর কাছে আইপিএলই উন্নতি করার সুযোগ।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ঈশান কিষাণ রান করার জন্য ক্ষুধার্ত থাকবে, কারণ ও এখন বার্ষিক চুক্তিতে নেই। ও আইপিএলেই এখন শুধু খেলছে। আর কিছু তো খেলছে না।’ রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের হয়ে ঈশান খেলেননি, তারপর ইংল্যান্ড সিরিজেও খেলেননি। কয়েকদিন আগে ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলেছিলেন ঈশান। বর্তমানে অবশ্য তিনি রয়েছেন জামনগরে। মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম দামি ক্রিকেটার ঈশান কিষাণ। এখন তিনি যেহেতু বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই, তাই আবার টিমে ফেরার সুযোগ পাবেন আইপিএলে ভালো খেললে। আকাশ চোপড়ার কথায়, ‘হয়তো ও নিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এ বার আইপিএলে খেলাই ওর কাছে বড় সুযোগ। আইপিএলকে নিজের করে নেয় যদি, তা হলে ও আরও এগিয়ে যেতে পারবে। ওয়াংখেড়ের ফ্ল্যাট পিচে বল ভালোভাবে ব্যাটে আসবে এবং অনেক দূর যাবেও। সেটাই কাজে লাগাতে হবে ওকে।’