Virat Kohli: ‘দ্বিতীয় বার আঙ্কল হলেন’, বিরাটের পুত্রসন্তানে শুভেচ্ছা এবিডি-কে!

Feb 20, 2024 | 11:49 PM

Virat Kohli-AB De Villiers: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন ম্যাচের স্কোয়াডেও বিরাট না থাকায় জল্পনা বাড়ছিল। নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন। সে কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন বিরাট ও এবিডি। তাদের বন্ধুত্বের গভীরতা সকলেই জানেন। স্বাভাবিক ভাবেই এবিডির মন্তব্যে সকলেই জেনে গিয়েছিলেন।

Virat Kohli: দ্বিতীয় বার আঙ্কল হলেন, বিরাটের পুত্রসন্তানে শুভেচ্ছা এবিডি-কে!
Image Credit source: RCB

Follow Us

বিরাট কোহলির পরিবারে বিরাট খবর। দ্বিতীয় সন্তান হয়েছে বিরাট-অনুষ্কার। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলির। বোর্ডের পক্ষ থেকে ‘ব্যক্তিগত কারণ’ বলা হয়েছিল শুধু। আন্দাজ করা গিয়েছিল, অনুষ্কা সন্তানসম্ভবা। এর আগে ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে প্রথম সন্তানের জন্মের সময়ও স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেই দেশে ফিরেছিলেন। এ বার বিরাটকে নিয়ে জল্পনা বাড়ায় মন্তব্য করেছিলেন এবি ডিভিলিয়ার্স। পরে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে বিরাটের দ্বিতীয় সন্তান হতেই এবিডিকে শুভেচ্ছার ঢল! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন ম্যাচের স্কোয়াডেও বিরাট না থাকায় জল্পনা বাড়ছিল। নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন। সে কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন বিরাট ও এবিডি। তাদের বন্ধুত্বের গভীরতা সকলেই জানেন। স্বাভাবিক ভাবেই এবিডির মন্তব্যে সকলেই জেনে গিয়েছিলেন। কিন্তু দ্রুতই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন এবিডি। এরপরই জল্পনা বাড়তে থাকে।

বিরাট ও অনুষ্কা দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ্যে আনতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এবি ডিভিলিয়ার্স। অনেকেই মন্তব্য করেছেন, এবিডি ঠিকই বলেছিলেন। এবিডি প্রচুর শুভেচ্ছা বার্তাও পাচ্ছেন সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, ‘দ্বিতীয় বার আঙ্কল হলেন’। সে কারণেই শুভেচ্ছা। এবিডিকে নিয়ে প্রচুর মজার পোস্টও হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে কলার তোলা ছবি দিয়ে এবিডিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এবিডি যে সঠিক খবরই দিয়েছিলেন, সে কারণে বাহবা দেওয়া হচ্ছে।

Next Article