Australia vs Pakistan, 3rd Test: ব়্যামোসের মতো কড়া ট্যাকল ক্রিকেট মাঠে, লাল কার্ড দেখলেন পাক ক্রিকেটার!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2024 | 2:59 PM

ডার্বিতে একবার মজার ঘটনার সাক্ষী থেকেছিল যুবভারতী। মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচে নিজের টিমের প্লেয়ারকেই ট্যাকল করেছিলেন মেহরাজউদ্দিন ওয়াডু। সৌমিক দে-কে কড়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন লাল-হলুদে খেলা কাশ্মীরি ফুটবলার। সেই ঘটনা আজও মনে থেকে গিয়েছে কলকাতা ময়দানের। তেমনই এক ঘটনা ঘটল আন্তর্জাতিক ক্ষেত্রেও।

Australia vs Pakistan, 3rd Test: ব়্যামোসের মতো কড়া ট্যাকল ক্রিকেট মাঠে, লাল কার্ড দেখলেন পাক ক্রিকেটার!
ব়্যামোসের মতো কড়া ট্যাকল ক্রিকেট মাঠে, লাল কার্ড দেখলেন পাক ক্রিকেটার!

Follow Us

কলকাতা: ডার্বিতে একবার মজার ঘটনার সাক্ষী থেকেছিল যুবভারতী। মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচে নিজের টিমের প্লেয়ারকেই ট্যাকল করেছিলেন মেহরাজউদ্দিন ওয়াডু। সৌমিক দে-কে কড়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন লাল-হলুদে খেলা কাশ্মীরি ফুটবলার। সেই ঘটনা আজও মনে থেকে গিয়েছে কলকাতা ময়দানের। তেমনই এক ঘটনা ঘটল আন্তর্জাতিক ক্ষেত্রেও। ফুটবলে বিপক্ষের পা থেকে বল কাড়ার জন্য হামেশাই ট্যাকল করেন ডিফেন্ডাররা। কখনও সখনও মেহরাজের মতো ঘটনাও ঘটে। কিন্তু ক্রিকেটে যদি এমন হয়? অস্ট্রেলিয়া-পাকিস্তানের (AUS vs PAK) টেস্টের (Test Cricket) তৃতীয় দিন এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল সিডনি। কী সেই ঘটনা?

সিডনি টেস্টই ডেভিড ওয়ার্নারের কেরিয়ারের শেষ ম্যাচ টেস্ট ম্যাচ। তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সিডনি টেস্টের প্রথম ইনিংসে সে ভাবে ছাপ রাখতে পারেননি। সেই ওয়ার্নারের বিদায়ী টেস্টেই মজার কাণ্ড ঘটালেন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। বিশ্ব ফুটবলে কড়া ট্যাকল করার জন্য বিখ্যাত সর্গিও ব়্যামোস। তাঁরই স্টাইলে নিজের টিমেরই প্লেয়ার আমির জামালকে ট্যাকল করে বসলেন শফিক। এমন নয় যে দুরন্ত ক্যাচ কিংবা চার-ছয় বাঁচাতে গিয়ে এমনটা করেছেন। খুবই সাধারণ একটা বলের জন্য ফিল্ডিং করতে গিয়ে অকারণ স্লাইড মারেন। যা আসলে হয়ে গিয়েছে কড়া ট্যাকল। আর এ নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই মজা করে ফুটবলার বলছেন শফিককে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৮ ওভারের ঘটনা। ট্র্যাভিস হেডের শট শফিক আর জামাল থামানোর জন্য দৌড় লাগান। বলের কাছাকাছি পৌঁছে হঠাৎই জোড়া পায়ে ডাইভ দেন শফিক। যা জোরালো ট্যাকলের মতো ছিল জামালের কাছে। ওই সময় শফিকের ব্রেন ফেড হয়ে গিয়েছিল কিনা, তা জানা যায়নি। জামাল ঝাঁপিয়ে নিজেকে সেভ না করলে বড়সড় চোট পেতে পারতেন।

ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত। তা হয়নি। জামাল এর পর নিজেই রেফারির ভূমিকায় নামেন। মজা করে পকেট থেকে বের করেন অদৃশ্য কার্ড। যেন লাল কার্ড বের করেছেন রেফারি। তাই দেখান শফিককে। এ নিয়ে টুইটারে চলছে মজা। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটারও যা নিয়ে মজা করেছেন।

Next Article