India vs England: সুস্থ থাকার নতুন অঙ্ক, ভারত সফরে রাঁধুনি নিয়ে আসছেন স্টোকসরা!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2024 | 12:30 PM

গত বছর পাকিস্তান সফর থেকেই এই অভিনব পথে হাঁটতে শুরু করেছে ইংল্যান্ড। বাবর আজমদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলতে রাঁধুনি নিয়েই ওই দেশে গিয়েছিল তারা। তার সুফলও হাতেনাতে পাওয়া গিয়েছিল। পেটের গোলমাল বা ওই জাতীয় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ক্রিকেটারদের। সিরিজও জিতেছিল ইংল্যান্ড। সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছে তারা।

India vs England: সুস্থ থাকার নতুন অঙ্ক, ভারত সফরে রাঁধুনি নিয়ে আসছেন স্টোকসরা!
India vs England: সুস্থ থাকার নতুন অঙ্ক, ভারত সফরে রাঁধুনি নিয়ে আসছেন স্টোকসরা!

Follow Us

লন্ডন: এমন রেওয়াজ সাধারণত ফুটবল টিমের। রাগবি টিমও বিদেশ সফরের সময় এই একই পথে হাঁটে। এ বার সেই রাস্তাতেই হাঁটছে ইংল্যান্ডের ক্রিকেট টিমও। উপমহাদেশে লম্বা সিরিজের সময় পেটের গোলমাল থেকে বড় রকমের অসুস্থতা নতুন নয়। তা সামলেই খেলতে হয় ক্রিকেটারদের। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বেন স্টোকসের টিম। মাঠের বাইরের ঘটনায় যাতে এই সিরিজে কোনও প্রভাব না ফেলে, সে দিকে নজর রাখার জন্যই রাঁধুনি ভারতে পা রাখছে ইংল্যান্ডে। এতে অবশ্য বিসিসিআইয়ের (BCCI) আপত্তির কোনও কারণ নেই। রাঁধুনির খরচ আলাদা করে জোগাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই (ECB)।

গত বছর পাকিস্তান সফর থেকেই এই অভিনব পথে হাঁটতে শুরু করেছে ইংল্যান্ড। বাবর আজমদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলতে রাঁধুনি নিয়েই ওই দেশে গিয়েছিল তারা। তার সুফলও হাতেনাতে পাওয়া গিয়েছিল। পেটের গোলমাল বা ওই জাতীয় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ক্রিকেটারদের। সিরিজও জিতেছিল ইংল্যান্ড। সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছে তারা। এর আগে ভারত সফরে টিনের খাবার এনার্জি বার বা পিৎজ়ার উপর ভরসা রাখতে হত ইংলিশ ক্রিকেটারদের। সেখান থেকে টিমকে বের করে এনেছেন ওমর মেজিয়ান। পাকিস্তান সফরে তিনি টিমের রাঁধুনি ছিলেন। এ বারও তিনি ভারতে পা রাখবেন টিমের হয়ে। এই ওমরকে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেঁসেলেও দেখা যায়। তিনি প্লেয়ারদের জন্য লাঞ্চ বা ডিনারে তাঁদের মন মতো খাবারের জোগান দেবেন। এতেই শেষ নয়, ম্যাচ চলাকালীন কী খাবেন ইংলিশ ক্রিকেটাররা, তাও ঠিক করে দেবেন তিনি।

নতুন বছরের শুরুতেই ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টিমের কাছেই। ইংল্যান্ড ২০২১ সালে শেষবার ভারত সফরে এসেছিল। সে বার ৪ টেস্টের সিরিজে ১-৩ হেরেছিল। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট। অতীত ভোলাতে চাইছেন স্টোকসরা। গত বছর ঘরের মাঠে অ্যাসেজ সিরিজের পর এই প্রথম টেস্ট খেলবেন স্টোকসরা। রোহিত শর্মার টিম আবার বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ১-১ রেখে দেশে ফিরে সিরিজ খেলবে। লাল বলের তুমুল লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Next Article