রাঁচি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে শেষ মুহূর্তে ডাক পেয়েছিলেন ঈশান কিষাণ। তাঁকে খেলানোর একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ অবধি শ্রীকার ভরতকে খেলায় টিম ম্যানেজমেন্ট। পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে। তার আগে দলীপ ট্রফিতে খেলে নির্বাচকদের চিন্তা বাড়ানোর সুযোগ ছিল ঈশান কিষাণের কাছে। যদিও ব্যক্তিগত কারণে দলীপ ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন ঈশান। এ দিন ইস্ট জোনের দল বাছাই ছিল। রাঁচিতে ১৫ সদস্যের দল বেছে নেন নির্বাচকরা। ইস্ট জোনকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলা থেকে তিনি ছাড়াও ১৫ সদস্যের দলে রয়েছেন আরও সাত জন। ঈশান কিষাণের মতো স্কোয়াডে নেই ঋদ্ধিমান সাহাও। তিনি অবশ্য অভিমান এবং নতুনদের সুযোগ দিতেই খেলতে চাননি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দলীপ ট্রফিতে ইস্ট জোনকে নেতৃত্ব দেবেন ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সহ অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন স্পিনার শাহবাজ নাদিমকে। তবে ইস্ট জোনের নির্বাকদের অবাক করেছে ঈশান কিষাণের সরে দাঁড়ানোর কথা। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে থাকার কথা ঈশানের। দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে শ্রীকার ভরতকে সরিয়ে একাদশেও ঢোকার সুযোগ ছিল। প্রথম শ্রেনির ক্রিকেটে কেন খেলতে চান না ঈশান কিষাণ, তা অবশ্য পরিষ্কার নয়। স্বাভাবিক ভাবেই টেস্টে তাঁর সম্ভাবনা ক্রমশ কমছে। ঈশান খেললে তাঁকেই ইস্ট জোনের নেতৃত্ব দেওয়া হত।
জাতীয় দলের প্রাক্তন কিপার ঋদ্ধিমান সাহা এখন প্রথম শ্রেনির ক্রিকেটে খেলেন ত্রিপুরার হয়ে। বাংলার এই প্রাক্তন কিপারকেও দলীপ ট্রফির দলে দেখা যেতে পারত। ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে যোগাযোগ করেছিলেন ঋদ্ধিমান সাহার সঙ্গে। ইস্ট জোনের দল নির্বাচন কমিটির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘ঋদ্ধিমান পরিষ্কার জানিয়েছে-দলীপ ট্রফি উঠতি ক্রিকেটারদের জন্য। আমাকে যদি কোনও দিন জাতীয় দলে নাই ফেরানো হয়, তাহলে এই টুর্নামেন্টে খেলার কোনও মানে হয় না। অযথা কোনও তরুণ প্লেয়ারের জায়গা আটকে রাখতে চাই না। ঋদ্ধি বলার পরই আমরা অভিষেক পোড়েলকে নিয়েছে। ও আমাদের তৃতীয় পছন্দ ছিল।’
অভিমন্যু ঈশ্বরণ ছাড়াও বাংলার ক্রিকেটারদের মধ্যে দলীপে ইস্ট জোন স্কোয়াডে সুযোগ পেয়েছেন কিপার অভিষেক পোড়েল, অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার, তিন পেসার মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল এবং বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের স্ট্যান্ড বাই স্কোয়াডে ছিলেন মুকেশ কুমার। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল মুকেশের।
ইস্ট জোনের স্কোয়াড- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, অনুষ্টুপ মজুমদার, বিপিন সৌরভ, অভিষেক পোড়েল, কুমার কুশাগ্র, শাহবাজ নাদিম (সহ অধিনায়ক), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপ, অনুকূল রায়, মুরা সিং, ঈশান পোড়েল