Abhishek Sharma: এক ওভারে পাঁচ ছক্কার রেকর্ড গড়েও কোচের চক্ষুশূল!

Feb 20, 2024 | 12:46 AM

Ranji Trophy 2024: সালেমে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিলনাডু ও পঞ্জাব। তামিলনাডু প্রথম ইনিংসে ৪৩৫ রানে বিশাল স্কোর গড়ে। জবাবে পঞ্জাব ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৭৪ রানেই। ম্যাচের তখনও দেড়দিন বাকি ছিল। সরাসরি জয়ের লক্ষ্য, ফলো অন করার সুযোগ নষ্ট করেনি তামিলনাডু। হার বাঁচানোর লড়াইয়ে নামে পঞ্জাব। কিন্তু তাদের তরুণ ব্যাটার অভিষেক শর্মা যেন বাজবল মুডে ছিলেন!

Abhishek Sharma: এক ওভারে পাঁচ ছক্কার রেকর্ড গড়েও কোচের চক্ষুশূল!
Image Credit source: X

Follow Us

রঞ্জি ট্রফির ম্যাচ। আর তাতে এক ওভারে পাঁচ ছক্কা! এমনটা সাধারণত দেখা যায় না। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে এক ওভারে পাঁচ ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। আইপিএলের সৌজন্যে অতি পরিচিত নাম। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছে পঞ্জাবের এই ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সেরা তরুণ ব্যাটার। পাওয়ার হিটিংয়ের জন্যই পরিচিত। রেকর্ড গড়েও অবশ্য কোচের চক্ষুশূল হলেন এই বাঁ হাতি ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সালেমে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিলনাডু ও পঞ্জাব। তামিলনাডু প্রথম ইনিংসে ৪৩৫ রানে বিশাল স্কোর গড়ে। জবাবে পঞ্জাব ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৭৪ রানেই। ম্যাচের তখনও দেড়দিন বাকি ছিল। সরাসরি জয়ের লক্ষ্য, ফলো অন করার সুযোগ নষ্ট করেনি তামিলনাডু। হার বাঁচানোর লড়াইয়ে নামে পঞ্জাব। কিন্তু তাদের তরুণ ব্যাটার অভিষেক শর্মা যেন বাজবল মুডে ছিলেন!

ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার প্রভসিমরন সিংয়ের উইকেট হারায় পঞ্জাব। হার বাঁচাতে হলে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা ছাড়া উপায় নেই। তবে পঞ্জাবের আর এক ওপেনার অভিষেক শর্মার মধ্যে সেই চেষ্টা ছিল না। তামিলনাডুর বাঁ হাতি স্পিনার সাই কিশোরের ওভারে পাঁচটি ছক্কা মারেন অভিষেক। এরপর বোলিংয়ে আসেন প্রদোশ রঞ্জন পাল। প্রথম বলেই অভিষেকের উইকেট নেন। মাত্র ১৬ বলে ৩৬ রানেই ফেরেন অভিষেক। এই ৩৬ রানের ইনিংসে একটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা। অদ্ভূত পরিস্থিতিতে পড়ে পঞ্জাব। পাঁচটি ছক্কা, তিনটি উইকেট, সাতটি ডট বল। নেহাল ওয়াদেরার সেঞ্চুরিতে কোনওরকমে ইনিংস হার বাঁচায় পঞ্জাব। যদিও ম্যাচ বাঁচাতে পারেনি। এরপরই সমালোচনার শিকার অভিষেক শর্মা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন অভিষেক। রেকর্ড গড়লেও প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর ব্যাটিং মানসিকতায় খুশি নন সানরাইজার্সের ফিল্ডিং কোচ তথা স্কাউট হেমাং বাদানি। ওভারে পাঁচ ছক্কার পরই সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়ায় একটি ক্রিয়েটিভ পোস্ট করে। তাতে হেমাং বাদানির রিপ্লাই-এবং ৪ দিনের ম্যাচে ৩৬ রানেই আউট, দলের হার। যেখানে দল হার বাঁচানোর জন্য লড়ছে, সেই ফরম্যাট এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত।

Next Article
IND VS ENG: আরও এক টেস্ট ক্রিকেটার পেতে পারে বাংলা, রাঁচিতে দুই পেসারের লড়াই!
Yashasvi Jaiswal: ধোনির শহরে রাজ করবেন, কোন মহেন্দ্রক্ষণের অপেক্ষায় যশস্বী?