IND VS ENG: আরও এক টেস্ট ক্রিকেটার পেতে পারে বাংলা, রাঁচিতে দুই পেসারের লড়াই!

Feb 20, 2024 | 12:06 AM

India vs England Test Series: শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। বুমরাকে বিশ্রাম দেওয়া হলে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজকোট টেস্টে ফিরেই অনবদ্য বোলিং সিরাজের। কিন্তু প্রশ্ন হল, দ্বিতীয় পেসার কে? স্কোয়াডে রয়েছেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুটোই পরিচিত নাম। রাঁচি টেস্টে যেন টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা বাংলার দুই পেসারই!

IND VS ENG: আরও এক টেস্ট ক্রিকেটার পেতে পারে বাংলা, রাঁচিতে দুই পেসারের লড়াই!
Image Credit source: CAB

Follow Us

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্ট। প্রথম তিন ম্যাচেই খেলেছেন জসপ্রীত বুমরা। চতুর্থ টেস্টে বিশ্রামের সম্ভাবনা বুমরার। রাজকোটেই সেই সম্ভাবনা ছিল। যদিও দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে ১০ দিনের বিরতি থাকায় বুমরাকে আর বিশ্রাম দেওয়া হয়নি। প্রথম টেস্টে বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে বুমরার বোলিং সঙ্গী হন মুকেশ কুমার। তৃতীয় ম্যাচে দেখা যায় ফের বুমরা-সিরাজ জুটিকে। চতুর্থ টেস্টে এই জুটি ভাঙতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। বুমরাকে বিশ্রাম দেওয়া হলে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজকোট টেস্টে ফিরেই অনবদ্য বোলিং সিরাজের। কিন্তু প্রশ্ন হল, দ্বিতীয় পেসার কে? স্কোয়াডে রয়েছেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুটোই পরিচিত নাম। মুকেশ কুমার টেস্ট খেলেছেন। আকাশ দীপ এই সিরিজেই ডাক পেয়েছেন। রাঁচি টেস্টে যেন টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা বাংলার দুই পেসারই!

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয়েছিল মুকেশের। দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে সুযোগ পেয়েছিলেন। অনবদ্য বোলিং করেন। তবে বিশাখাপত্তনম টেস্টে তাঁকে খুব একটা কার্যকর দেখায়নি। রাজকোট টেস্টের মাঝে তাঁকে রঞ্জি ট্রফিতে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়। বাংলার এই পেসার বিহারের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেন। রাঁচিতে ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। তবে সিরাজের সঙ্গী হিসেবে তিনিই খেলবেন, এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। লড়াইটা বাংলা দলে তাঁর সতীর্থ আকাশ দীপের সঙ্গেই।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন আকাশ দীপ। শুধু তাই নয়, ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। মুকেশের তুলনায় তাঁর বলের গতি বেশি। টিম ম্যানেজমেন্ট তাঁকেও সুযোগ দিয়ে দেখতে পারে। হয়তো রাঁচিতেই বাংলা আরও এক টেস্ট ক্রিকেটার পেল!

Next Article
IPL 2024: RCB রাখেনি, মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন শ্রীলঙ্কার লেগস্পিনার
Yashasvi Jaiswal: ধোনির শহরে রাজ করবেন, কোন মহেন্দ্রক্ষণের অপেক্ষায় যশস্বী?