Harshit Rana, Asia Cup: ব্যাটিংয়ের হাত ভালো, বোলিং অনবদ্য; আর এই ক্যাচ?

Jul 20, 2023 | 10:59 AM

IND vs PAK, Emerging Asia Cup 2023: ব্যাটিং, বোলিং না হয় হল। তাঁর ফিল্ডিং! সেও তাক লাগানো। পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ভরসা দিতে না পারলেও লোয়ার অর্ডার অনবদ্য ব্যাটিং করে। বোর্ডে ক্রমশ রান বাড়ছিল। এমন সময় হর্ষিত রানার অনবদ্য ক্যাচ।

Harshit Rana, Asia Cup: ব্যাটিংয়ের হাত ভালো, বোলিং অনবদ্য; আর এই ক্যাচ?
Image Credit source: twitter

Follow Us

দলীপ ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছেন। লাল বল থেকে সাদা বলের খেলায় নেমেছেন। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে উইকেট না পেলেও অনবদ্য বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। যার ফলেই শট খেলতে বাধ্য হয়েছেন পাকিস্তান ব্যাটাররা। তবে দিনের সেরা প্রাপ্তি তাঁর ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নতুন বলে মেডেন দিয়ে শুরু হর্ষিত রানার। পাওয়ার প্লে-তে অনবদ্য বোলিং করলেন। বিশেষ করে নজর কাড়ে তাঁর শর্ট পিচ ডেলিভারি। একজন কমপ্লিট ফাস্ট বোলার হওয়ার যে সবরকম গুণ রয়েছে, আরও একবার প্রমাণ করলেন। হর্ষিত রানার ব্যাটিংয়ের হাত খুবই ভালো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সীমিত সুযোগ তাঁর ব্যাটিংয়ের উদাহরণ দেখা গিয়েছে। তেমনই দলীপ ট্রফিতেও অনবদ্য ব্যাটিংয়ে ভরসা দিয়েছেন। তাঁকে শুধুই পেসার বলা হয়তো ঠিক হবে না। বরং, উঠতি পেস বোলিং অলরাউন্ডার বলাই যায়।

ব্যাটিং, বোলিং না হয় হল। তাঁর ফিল্ডিং! সেও তাক লাগানো। পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ভরসা দিতে না পারলেও লোয়ার অর্ডার অনবদ্য ব্যাটিং করে। বোর্ডে ক্রমশ রান বাড়ছিল। এমন সময় হর্ষিত রানার অনবদ্য ক্যাচ। ব্যাটার কাসিম আক্রম হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে। রাজবর্ধন হাঙ্গারকেকরের অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি। স্লাইস করেছিলেন কাসিম আক্রম।

শর্ট থার্ডম্যানে অনেকটা লাফিয়ে এক হাতে চোখ ধাঁধানো একটা ক্যাচ। সত্যি বলতে, এই ক্যাচ লিখে বোঝানো সম্ভব নয়। রইল তার ভিডিয়ো। সেই ক্যাচের পরই দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তান ইনিংস।

Next Article