Smriti Mandhana: ‘আইকন’ স্মৃতির জন্য ঢাকার জুনিয়র ক্রিকেটারদের মিষ্টি সারপ্রাইজ!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 19, 2023 | 6:47 PM

Smriti Mandhana Birthday: ১৮ জুলাই, ২৭-এ পা দিয়েছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। বর্তমানে তিনি বাংলাদেশ সফরে ব্যস্ত।

Smriti Mandhana: আইকন স্মৃতির জন্য ঢাকার জুনিয়র ক্রিকেটারদের মিষ্টি সারপ্রাইজ!
Smriti Mandhana: 'আইকন' স্মৃতির জন্য ঢাকার জুনিয়র ক্রিকেটারদের মিষ্টি সারপ্রাইজ!

Follow Us

মীরপুর: সারপ্রাইজ কার না ভালো লাগে বলুন! ছোট-বড় সকলেই সারপ্রাইজ পছন্দ করেন। এ বার মীরপুরে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) এক সারপ্রাইজ দিল ঢাকার জুনিয়র ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ স্মৃতি মান্ধানা। তিনি দেশ-বিদেশের একাধিক তরুণ ক্রিকেটারদের আদর্শও। বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। সেখানে টাইগ্রেসদের বিরুদ্ধে (India W vs Bangladesh W) টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। তারপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হারে টিম ইন্ডিয়া। আজ, বুধবার দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে উইমেন্স ইন ব্লু। সেই ম্যাচের শেষেই সারপ্রাইজ পেলেন স্মৃতি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিসিসিআই উইমেন্স টুইটার থেকে তিনটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ঢাকার বেশ কয়েকজন জুনিয়র ক্রিকেটার ঘিরে রয়েছেন স্মৃতি মান্ধানাকে। আসলে তাঁরা স্মৃতি মান্ধানার জন্য একটি কেক নিয়ে এসেছিলেন। ১৮ জুলাই, গতকালই ছিল স্মৃতি মান্ধানার জন্মদিন। ২৭-এ পড়লেন স্মৃতি মান্ধানা। তাই বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা তা স্মরণীয় করতে স্মৃতির জন্য এই মিষ্টি সারপ্রাইজ দিয়েছেন।

গতকাল, ১৮ জুলাই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে স্মৃতির জন্মদিন পালন করা হয়েছিল। এ বার বাংলাদেশে নিজের জন্মদিনের জন্য দ্বিতীয় বার সেলিব্রেট করলেন তরুণ প্রজন্মের ‘আইকন’ স্মৃতি। উল্লেখ্য, এ বারের বাংলাদেশ সফরে এখনও অবধি স্মৃতির ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস দেখা যায়নি। তিন ম্যাচের টি-২০ সিরিজে হরমনপ্রীত কৌরের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা করেছিলেন যথাক্রমে ৩৮, ১৩ ও ১ রান। তারপর দুই ওডিআই ম্যাচে স্মৃতি করেছেন ১১ ও ৩৬ রান।

 

 

Next Article