Shooting: শুটিং রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, আঙুল উড়ে গেল ভারতীয় শুটারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 05, 2023 | 1:06 PM

Pistol’s Gas Cylinder Explosion: ভোপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন ভারতীয় শুটার পুষ্পেন্দ্র কুমার। আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়। বিস্ফোরণে আঙুল উড়ে যাওয়ার পর কেমন আছেন ওই ভারতীয় শুটার?

Shooting: শুটিং রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, আঙুল উড়ে গেল ভারতীয় শুটারের
Shooting: শুটিং রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, আঙুল উড়ে গেল ভারতীয় শুটারের
Image Credit source: X

Follow Us

নয়াদিল্লি: কার্নি সিং শুটিং (Shooting) রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ। বিমানবাহিনীর এক শুটার অনুশীলন করার সময় দুর্ঘটনা ঘটে। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে গিয়েছে। পুষ্পেন্দ্র কুমার নামে ওই শুটার জাতীয় চ্যাম্পিয়নশিপের (National Championships) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ভোপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র। আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়। বিস্ফোরণে আঙুল উড়ে যাওয়ার পর কেমন আছেন ওই ভারতীয় শুটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

১০ মিটার এয়ার পিস্তলের অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র কুমার। তিনি অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলে। হঠাৎ করেই সেই সময় পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। যার ফলে পুষ্পেন্দ্রর বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত পুষ্পেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। তিনি পেশায় বিমানবাহিনীর কর্পোরাল।

ওই দুর্ঘটনার সময় কাছেই থাকা এক শুটিং কোচ বলেছেন, ‘মূল সিলিন্ডার থেকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন পুষ্পেন্দ্র। সম্ভবত সেই সময় পুষ্পেন্দ্রর পিস্তলের সিলিন্ডারে গ্যাসের চাপ বেশি হয়ে যায়। আর তা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওর ভাগ্য ভালো যে হাতের তেমন বড় কোনও ক্ষতি হয়নি। পরবর্তীতে ওর শুটিং চালিয়ে যেতে কোনও সমস্যা হবে না।’ তিনি আশাবাদী, পুষ্পেন্দ্রর আঙুল উড়ে গেলেও অস্ত্রোপচারের সাহায্যে তাঁর আঙুল ৯০ থেকে ৯৫ শতাংশ স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে।

পুষ্পেন্দ্রর দুর্ঘটনার পর কর্নি সিং শুটিং রেঞ্জের অপর এক পিস্তল কোচ জানিয়েছেন, প্রতি ১০ বছরে অস্ত্র প্রস্তুতকারকের নির্দেশ অনুসারে সকল শুটারদের বন্দুকের সিলিন্ডার প্রতিস্থাপন করা গুরুত্বপূর্ণ। ওই পিস্তল কোচের কথায়, বিস্ফোরণের সঠিক কারণ না জানা গেলেও, এই বিষয়টা হালকাভাবে নেওয়া উচিত নয়।