Adam Zampa: যুজবেন্দ্র চাহালের মতোই আক্ষেপ অ্যাডাম জাম্পারও! বলেই ফেললেন…

Sep 17, 2024 | 10:15 PM

Adam Zampa-Yuzvendra Chahal: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অনবদ্য পারফরম্যান্স। সুযোগ পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে দেশের জার্সিতে ১৫০-র উপর ম্যাচ খেলেছেন। একই পরিস্থিতি অ্যাডাম জাম্পারও!

Adam Zampa: যুজবেন্দ্র চাহালের মতোই আক্ষেপ অ্যাডাম জাম্পারও! বলেই ফেললেন...
Image Credit source: PTI FILE

Follow Us

সাদা বলের ক্রিকেটেও এখন জাতীয় দলে ব্রাত্য ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। অথচ একটা সময় ভারতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব ছিলেন অবিচ্ছেদ্য অংশ। এই জুটি দিয়েই স্পিন আক্রমণ সাজানো হত। ধীরে ধীরে জুটি ভাঙে। কোনও ম্যাচে চাহাল সুযোগ পেতেন, আবার কখনও কুলদীপ। ধীরে ধীরে আড়ালে চলে যান চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অনবদ্য পারফরম্যান্স। সুযোগ পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে এক ম্যাচেও খেলানো হয়নি তাঁকে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে দেশের জার্সিতে ১৫০-র উপর ম্যাচ খেলেছেন। একই পরিস্থিতি অ্যাডাম জাম্পারও!

বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। আর প্রথম ম্যাচটি অ্যাডাম জাম্পার মাইলফলকের ম্যাচ। দেশের জার্সিতে শততম ওয়ান ডে খেলতে চলেছে অজি লেগস্পিনার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য। টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন ৯২টি ম্যাচ। এ ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের ডান হাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের মতো তাঁরও আক্ষেপ, এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি।

টেস্টে এক দশক ধরে অস্ট্রেলিয়ার প্রধান স্পিনার নাথান লিয়ঁ। তাঁর অনুপস্থিতিতে টড মার্ফি, মিচেল সোয়েপশন, ম্যাট কুহনেম্যানদের দেখা হয়েছে। জাম্পা এখনও সাদা-বলের স্পেশালিস্টই রয়ে গিয়েছেন। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাসেজে লিয়ঁর অনুপস্থিতিতে সুযোগ না পাওয়াটাই যেন তাঁর স্বপ্নে ইতি ঘটিয়েছে। যদিও আশা ছাড়ছেন না। কেরিয়ারের শততম ওয়ান ডে-র আগে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বলছেন, ‘সামনে আমাদের প্রচুর টেস্ট ক্রিকেট রয়েছে। এখনও আশা রাখাই যায়। তবে ইংল্যান্ডের মাটিতে কিংবা ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার ক্ষেত্রে বলতে পারি, সেই সম্ভাবনা ক্ষীণ।’

Next Article