Gautam Gambhir: গৌতম গম্ভীর কেন রেগে যান… ব্যাখ্যা করলেন দীনেশ কার্তিক

Sep 18, 2024 | 12:21 AM

Dinesh Karthik on Gautam Gambhir: রঞ্জি ট্রফিতেও প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে প্লেয়ার এবং মেন্টর দুই ভূমিকাতেই ঝামেলা হয়েছে। তবে জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীর কিন্তু একেবারে ভিন্ন মেজাজের। গম্ভীর রেগে যান, এর একতরফা কারণ হতে পারে, তিনি এমনই! কিন্তু তাঁকে কাছ থেকে দেখা, সতীর্থ দীনেশ কার্তিক মুদ্রার উল্টোপিঠটাও বোঝালেন।

Gautam Gambhir: গৌতম গম্ভীর কেন রেগে যান... ব্যাখ্যা করলেন দীনেশ কার্তিক
Image Credit source: Pankaj Nangia/Getty Images

Follow Us

গৌতম গম্ভীর হাসেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুম এবং জাতীয় দলের কোচ হওয়ার পর গম্ভীরের হাসিমুখও দেখা গিয়েছে। যা খুবই বিরল দৃশ্য। নামের মতোই সবসময় গম্ভীর। খেলোয়াড় জীবনেও এমনটা দেখা যেত। প্রচণ্ড রেগে যেতেন। আসলে স্কুল লাইফ থেকেই যখন ক্রিকেট খেলা শুরু, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী একজন। টিম এবং সতীর্থের জন্য প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে পিছপা হন না। জাতীয় দলেও এমনটা দেখা গিয়েছে। শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর বাক-বিতণ্ডা ক্রিকেটে অন্যতম অধ্যায় হয়ে রয়েছে। এমনকি রঞ্জি ট্রফিতেও প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে প্লেয়ার এবং মেন্টর দুই ভূমিকাতেই ঝামেলা হয়েছে। তবে জাতীয় দলের কোচ হিসেবে গম্ভীর কিন্তু একেবারে ভিন্ন মেজাজের। গম্ভীর রেগে যান, এর একতরফা কারণ হতে পারে, তিনি এমনই! কিন্তু তাঁকে কাছ থেকে দেখা, সতীর্থ দীনেশ কার্তিক মুদ্রার উল্টোপিঠটাও বোঝালেন।

শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হয়েছেন দীনেশ কার্তিক। আইপিএলের গত সংস্করণের পর এই টুর্নামেন্টকেও বিদায় জানিয়েছেন। দীনেশ কার্তিক ক্রিকেট ছাড়েননি। শিখর ধাওয়ানদের মতো লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে দেখা যাবে দেশের প্রাক্তন কিপার-ব্যাটারকে। গৌতম গম্ভীরকে আগ্রাসী, বদমেজাজী এমন অনেক তকমাই দেওয়া হয়ে থাকে। দীনেশ কার্তিক সেদিকটাই বোঝালেন। লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি ইভেন্টে বলেন, ‘গৌতম গম্ভীরের আগ্রাসনটা আসলে বেরিয়ে আসে ওর প্লেয়ারদের সুরক্ষার জন্য। বর্তমান সময়ের প্লেয়াররা হয়তো সেটা উপলব্ধি করতে পারবে। ওকে দীর্ঘ সময় ধরে চিনি। গম্ভীর এমন নয় যে কোনও কারণ ছাড়াই রেগে যাবে।’

এই খবরটিও পড়ুন

দীনেশ কার্তিক আরও যোগ করেন, ‘ও এমন সময়ই রাগে যখন প্রতিবাদের প্রয়োজন পড়ে। প্লেয়ারদের মধ্য থেকে সেরাটা বের করে নেওয়াও অন্যতম উদ্দেশ্য। তেমনই প্রতিপক্ষকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন হলেই এমনটা করে থাকে।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে গম্ভীরকে। জাতীয় দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে-তে দায়িত্ব সামলেছেন। বাংলাদেশ সিরিজ দিয়ে কোচিংয়ে টেস্ট অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। ‘অনভিজ্ঞ’ গম্ভীরকে নিয়ে কার্তিক বলছেন, ‘টি-টোয়েন্টিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তবে টেস্ট সিরিজ ওর কাছে নতুন। আমার মনে হয়, ও নিজেও এটা নিয়ে অনেক বেশি ভাবছে।’

Next Article