T20 World Cup 2022: প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে এ বার কি সফল হবে আফগানরা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2022 | 6:00 AM

কুড়ি-বিশের বিশ্বকাপে ২০১০ সালে প্রথম বার খেলেছিল আফগানিস্তান। এখনও অবধি মোট পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আফগানিস্তান।

T20 World Cup 2022: প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে এ বার কি সফল হবে আফগানরা?
T20 World Cup 2022: প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে এ বার কি সফল হবে আফগানরা?
Image Credit source: Twitter

Follow Us

ব্রিসবেন: মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) এ বারের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শুরু করবে ২২ অক্টোবর। জস বাটলারের ইংল্যান্ডের (England) বিরুদ্ধে কাপ যাত্রা শুরু করবেন আফগানরা। কুড়ি-বিশের বিশ্বকাপে ২০১০ সালে প্রথম বার খেলেছিল আফগানিস্তান। এখনও অবধি মোট পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে আফগানিস্তান। কোনও বারই সেমিফাইনাল অবধি পৌঁছতে পারেনি আফগানরা। জোনাথন ট্রটের ছেলেদের এ বারের লক্ষ্য সেমিফাইনালে ওঠা হলে, অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে তাদের পরিকল্পনামাফিক খেলতে হবে। প্রত্যাশার প্রদীপ জ্বালান আফগানরা। তবে শেষ অবধি আর সাফল্য ধরা দেয় না। এ বার কী হবে? টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের আগে TV9Bangla তুলে ধরল আফগানিস্তান দলের বর্তমান অবস্থা।

২০২১ সালের বিশ্বকাপে সপ্তম স্থানে শেষ করার পর, এ বারের টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। সুপার টুয়েলভে যদি সব চেয়ে ভালো স্থানে শেষ করতে চায় আফগানিস্তান, তা হলে তাদের অবশ্যই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের যে কোনও এক দলকে হারাতে হবে। যদিও তারা বর্তমানে বিশ্বের শীর্ষ ছয় দলের একটিরও বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি। এ বারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই হারতে হয়েছিল আফগানিস্তানকে। সামনে এ বার টি-২০ বিশ্বকাপের মঞ্চ। এই মঞ্চে ভাগ্য ফেরানোর পালা।

৩৭ বছর বয়সী মহম্মদ নবির নেতৃত্বে টি২০ বিশ্বকাপ যাত্রা শুরু করবে আফগানিস্তান। চলতি বছরের জুন মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জেতে আফগানিস্তান। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায় আফগানরা। তারপর এশিয়া কাপের তিনটে ম্যাচেই হেরে যায় আফগানিস্তান। এ বারের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৭ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ৬২ রানের বড় ব্যবধানে জিতেছে আফগানরা। আর গতকাল (১৯ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নিস্ফলা।

টি২০ বিশ্বকাপের মঞ্চে আফগান দলের হয়ে ব্যাট হাতে ভরসা দিতে পারেন অধিনায়ক মহম্মদ নবি, সহ অধিনায়ক নাজিবুল্লা জাদরান। গত বিশ্বকাপে আফগানদের হয়ে সর্বাধিক রান এসেছিল জাদরানের ব্যাটে (১৭২)। ২০ বছরের রহমনুল্লা গুরবাজ নেদারল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।

টি২০ বিশ্বকাপের মঞ্চে বোলিংয়ে আফগান ভরসা দিতে পারেন, মহম্মদ নবি, রশিদ খান এবং মুজিব উর রহমান ত্রয়ী। সঙ্গে রয়েছেব সালিম সাফি। নবীন উল হককে সঙ্গ দিতে পারেন তিনি।

 

Next Article