Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noor Ahmad: ধোনির চেন্নাইয়ের ‘কোহিনূর’ নূর আহমেদ, IPL সাক্ষী আফগান স্পিনারের কামালের

CSK, IPL 2025: এক সময় ক্লাসের ফাস্ট বয়, আজ ২২ গজের ভালো ছাত্র হওয়ার দৌড়ে। বছর কুড়ির নুর সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন। এ বারের আইপিএলে (IPL) সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আফগান তরুণ স্পিনার নূর।

Noor Ahmad: ধোনির চেন্নাইয়ের 'কোহিনূর' নূর আহমেদ, IPL সাক্ষী আফগান স্পিনারের কামালের
ধোনির চেন্নাইয়ের 'কোহিনূর' নূর আহমেদImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 10:30 AM

কথায় বলে সবুরে মেওয়া ফলে। এমনটা অনেকে ব্যক্তি মানেন। জীবন এ কথা মানতে বাধ্য করে। অপেক্ষা, অনুশীলন, অদম্য ইচ্ছে ও জেদ থাকলে কেউ আটকাতে পারে না। যেমন পারা যায়নি নূর আহমেদকে (Noor Ahmad)। নামেই তাঁর আলোর ছটা। আর কাজে? সেখানেও আলো করে রয়েছেন নূর। আসলে নূর শব্দের অর্থ হলো “আলো” বা “জ্যোতি”। এক সময় ক্লাসের ফাস্ট বয়, আজ ২২ গজের ভালো ছাত্র হওয়ার দৌড়ে। বছর কুড়ির নুর সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন। এ বারের আইপিএলে (IPL) সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আফগান তরুণ স্পিনার নূর। খেলছেন সিএসকেতে (CSK)। ৬ ম্যাচে ১২ উইকেটের মালিক।

প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি অবধি ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিলেন নূর। ক্রিকেট নূরের রক্তে বইছে। ছেলেবেলায় দাদা-ভাইদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু নূরের। সেখান থেকে ধীরে ধীরে কঠোর পরিশ্রম করে নিজেকে ২২ গজে প্রতিষ্ঠা করেছেন নূর। বিরাট, রোহিত, বাবার, স্মিথ, রশিদদের খেলা দেখে বড় হয়েছেন নূর। আর এখন সুযোগ পাচ্ছেন তাঁদের বিরুদ্ধে খেলার। ছেলেবেলায় বাড়িতে দাদা-ভাইদের সঙ্গে, স্কুলে বন্ধু বা গ্রামের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতে এই খেলাটার প্রতি নূরের আলাদা টান তৈরি হয়। রিস্ট স্পিনে দিন দিন উন্নতি করতে থাকেন।

২২ গজ যেমন নূরকে টানতে থাকে, তেমনই পরিবারও তাঁকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিতে থাকে। নূর আহমেদের দাদা মহম্মদ নূরও ক্রিকেট খেলেন। তিনিই নূরের ক্রিকেটের প্রতি প্যাশান দেখে খোস্ত প্রভিন্সে ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা জানান। পরে সেখানেই ক্রিকেটে তালিম নূরের।

আফগানিস্তানে ক্রিকেট বেশ জনপ্রিয়। তাই ছেলেবেলা থেকে নূর স্বপ্ন দেখতেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। নূরের জন্য জাতীয় দলের জায়গা প্রথম বার খোলে ২০২২ সালের ১৪ জুন। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগানদের হয়ে টি-২০ ফর্ম্যাটে ডেবিউ হয়েছিল। সে বছরই ৩০ নভেম্বর ওডিআই ডেবিউ নূরের। অন্যান্য অনেক ক্রিকেটারের মতো নূরও স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটে খেলার। সেই স্বপ্ন পূরণ হওয়ার দিকে ধীরে ধীরে এগোচ্ছেন নূর।

প্রথম শ্রেণির ক্রিকেটে নূরের অভিষেক ২০১৯ সালে। সেই সময় তাঁর ছিল ১৪ বছর বয়স। এরপর ১৫ বছর বয়সে তিনি বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ডেবিউ। বিবিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগে খেলেছেন তিনি। ২০২০ ও ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগান টিমের সদস্য ছিলেন নূর। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন নূর। স্বপ্ন দেখতেন আইপিএলে খেলার। তা পূরণ হয় ২০২৩ সালে। ২০১৯ সালে যখন নূরের ১৪ বছর বয়স সেই সময় তিনি আইপিএলে প্রথম নাম দিয়েছিলেন। কিন্তু অবিক্রিত থেকে যান। পরের মরসুমেও একই জিনিস হয়। এরপর তাঁর যখন ১৮ বছর বয়স, সেই সময় গুজরাট টাইটান্সের সহকারী কোচ আশিস কাপূর খুঁজে বের করেন। এরপর গুজরাটে দু’বছর খেলার পর এ বার খেলছেন চেন্নাইয়ে। ১০ কোটি টাকায় নূরকে কিনেছে মাহির টিম। এ বার সিএসকেতে ফুল ফোটাচ্ছেন।