T20 World Cup 2024: ভিডিয়ো: টিম বাসে ডিজে ব্র্যাভোর সঙ্গে আফগানদের ‘চ্যাম্পিয়ন’ সেলিব্রেশন ভাইরাল

Jun 24, 2024 | 12:15 PM

Watch Video: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের পর রশিদ-নবীনদের সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। একইসঙ্গে আফগানিস্তান টিম বাসের এক ভিডিয়োও ঘুরছে নেটদুনিয়ায়।

T20 World Cup 2024: ভিডিয়ো: টিম বাসে ডিজে ব্র্যাভোর সঙ্গে আফগানদের চ্যাম্পিয়ন সেলিব্রেশন ভাইরাল
ভিডিয়ো: টিম বাসে ডিজে ব্র্যাভোর সঙ্গে আফগানদের 'চ্যাম্পিয়ন' সেলিব্রেশন ভাইরাল
Image Credit source: X

Follow Us

কলকাতা: এই খুশি যেন চ্যাম্পিয়ন হওয়ার সমান। এই খুশি যেন সব কিছুর উর্ধ্বে। এই খুশি এসেছে অনেক না পাওয়ার পর। তাই স্পেশাল হওয়াটাই স্বাভাবিক। কথা হচ্ছে আফগানিস্তান (Afghanistan) ক্রিকেট টিমকে নিয়ে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন রশিদ খানরা। আফগানদের এই জয়ের পর তাঁদের সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। একইসঙ্গে আফগানিস্তান টিম বাসের এক ভিডিয়োও ঘুরছে নেটদুনিয়ায়। যেখানে ডিজে ব্র্যাভোর সামনে আফগান ক্রিকেটারদের ‘চ্যাম্পিয়ন’ সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।

এ বারের টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শদাতা ক্যারিবিয়ান সুপারস্টর ডিজে ব্র্যাভো। তাঁরই গান ‘চ্যাম্পিয়ন’। অস্ট্রেলিয়াকে হারানোর পর ওই ‘চ্যাম্পিয়ন’ গানেই আফগান ক্রিকেটারদের টিম বাসে নাচ করতে দেখা যায়। আফগান টিমের সিনিয়র তারকা ক্রিকেটার মহম্মদ নবি নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন।

আফগান শিবিরে খুশির হাওয়া বইছে। রশিদ-নবীনদের ভক্তরা আফগানিস্তান টিমের এই জয়ের সেলিব্রেশন করছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান যখন বাবর আজমের পাকিস্তানকে হারিয়েছিল, সেই সময় ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মাঠে রশিদ খানদের সঙ্গে নাচ করেছিলেন। আর আফগানিস্তানের ক্রিকেটাররা তাঁদের টিম বাসেও সেলিব্রেশন করেছিলেন। এ বার দেখার চলতি টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান কতদূর এগোতে পারে।

Next Article