Afghanisthan Cricket: মেয়েদের ক্রিকেটের পাশে আফগানিস্তান, বলছেন বোর্ডের নতুন চেয়ারম্যান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 15, 2021 | 8:34 AM

আজিজুল্লাহ মুখে যাই বলুন না কেন, পরিস্থিতি কিন্তু অনুকুলে নেই। বরং ক্রমশ খারাপ দিকে যাচ্ছে। মেয়েদের ক্রিকেট তো বটেই, যে ধরণের খেলার ক্ষেত্রেই প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা রীতিমতো চিন্তায় রেখেছে আইসিসি, আইওসির মতো সংস্থাগুলোকে।

Afghanisthan Cricket: মেয়েদের ক্রিকেটের পাশে আফগানিস্তান, বলছেন বোর্ডের নতুন চেয়ারম্যান
মহিলা ক্রিকেটারদের পাশে আফগান বোর্ড। ছবি: টুইটার

Follow Us

কাবুল: তালিবানি ফতোয়া যাই হোক না কেন, মেয়েদের ক্রিকেটকে কোনও ভাবেই হিমঘরে পাঠানো হবে না। বলে দিলেন আফগান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি। তালিবানি আগ্রাসনে দেশের খেলাধুলো প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। বিশেষ করে মেয়েদের আবার পর্দার পিছনে, চার দেওয়ালে আটকে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা বহির্বিশ্বের কেউ মেনে নিতে পারছে না। আর তাই আফগান ক্রিকেটকে একঘরে করে দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ওই ভয় থেকেই কি এই মন্তব্য করলেন আজিজুল্লাহ?

নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। যা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, অজি ক্যাপ্টেন টিম পেইন বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বয়কট করা হোক আফগানিস্তানকে।

তারই মধ্যে আজিজুল্লাহ বলেছেন, ‘আমরা সরকারি ভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। টেস্ট ম্যাচটা যাতে আয়োজন করা যায়, সেই চেষ্টা করছি।’

আজিজুল্লাহ একই সঙ্গে বলছেন, ‘আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে আমরা সব কিছু নিয়েই আলোচনা করেছি। তারাও কথা দিয়েছে, সব ধরণের সহযোগিতা করবে। মেয়েদের ক্রিকেট নিয়ে তারা কিছু বলেনি ঠিকই, তবে আমরা, আফগানিস্তান ক্রিকেট বোর্ড মেয়েদের ক্রিকেটকে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ঠিক সে ভাবেই এগিয়ে নিয়ে যাব, সমর্থন করব।’

আজিজুল্লাহ মুখে যাই বলুন না কেন, পরিস্থিতি কিন্তু অনুকুলে নেই। বরং ক্রমশ খারাপ দিকে যাচ্ছে। মেয়েদের ক্রিকেট তো বটেই, যে ধরণের খেলার ক্ষেত্রেই প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা রীতিমতো চিন্তায় রেখেছে আইসিসি, আইওসির মতো সংস্থাগুলোকে। মেয়েদের খেলাকে কোণঠাসা করার মনোভাব থেকে যদি বেরিয়ে না আসতে পারে আফগানিস্তান, তা হলে কিন্তু ছেলেদের ক্রিকেটও বহির্বিশ্বে চাপে পড়ে যাবে।

পেইনের মন্তব্যের জেরে আজিজুল্লাহ কিন্তু বলেছেন, ‘যে যাই বলুক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে কোনও চাপ নেই।’

 

আরও পড়ুন: Durand Cup: বেঙ্গালুরুর কাছে হার মহমেডানের

Next Article