রেকর্ডের দিনেও পরিসংখ্যান ‘কাঁটা’ কোহলির

raktim ghosh |

Dec 02, 2020 | 2:30 PM

TV9বাংলা ডিজিটাল: দ্রুততম ১২ হাজার রান একদিনের ক্রিকেটে। সচিনকে টপকে নতুন রেকর্ড নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। কিন্তু বছর শেষে একটি পরিসংখ্যান তো রীতিমত অস্বস্তিতে ফেলে দিচ্ছে ক্যাপ্টেন কোহলিকে (VIRAT KOHLI)! বুধবার ক্যানবেরাতে সুখের দিনে এই পরিসংখ্যানই হয়ে উঠছে বিরাট ‘কাঁটা’।   ২০০৮ সালের পর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এই প্রথম,  গোটা একটা বছরে সেঞ্চুরির মুখ দেখলেন না […]

রেকর্ডের দিনেও পরিসংখ্যান কাঁটা কোহলির
এক যুগ পর একদিনের ক্রিকেটে ১ বছরে সেঞ্চুরিহীন বিরাট ছবি সৌঃ টুইটার

Follow Us

TV9বাংলা ডিজিটাল: দ্রুততম ১২ হাজার রান একদিনের ক্রিকেটে। সচিনকে টপকে নতুন রেকর্ড নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। কিন্তু বছর শেষে একটি পরিসংখ্যান তো রীতিমত অস্বস্তিতে ফেলে দিচ্ছে ক্যাপ্টেন কোহলিকে (VIRAT KOHLI)! বুধবার ক্যানবেরাতে সুখের দিনে এই পরিসংখ্যানই হয়ে উঠছে বিরাট ‘কাঁটা’।

ছবিঃTV9 বাংলা ডিজিটাল ডেস্ক

 

২০০৮ সালের পর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এই প্রথম,  গোটা একটা বছরে সেঞ্চুরির মুখ দেখলেন না বিরাট কোহলি। ২০০৮ য়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের। সেবছর ৫টি ইনিংসে একটিও সেঞ্চুরি পাননি সদ্য টিনএজার পেরনো ‘চিকু’। তারপর শুধুই ভারতীয় ক্রিকেটে বিরাট-নামা। সচিন উত্তর ভারতীয় ক্রিকেটে ব্যাট হাতে ভরসার নাম হয়ে উঠেছিলেন বিরাট।

 

ছবিঃTV9 বাংলা ডিজিটাল ডেস্ক

 

২০০৯ সাল থেকে ২০১৯, প্রতিবারই একদিনের ক্রিকেটে সেঞ্চুরি এসেছে ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে। আর এবছর ফের সেঞ্চুরিহীন থাকল বিরাটের ব্যাট। ৯টি ইনিংসে ব্যাট করে এল না একটাও শতরান।

ছবিঃTV9 বাংলা ডিজিটাল ডেস্ক

 

 

                                           আরও পড়ুন :নয়া বিশ্বরেকর্ড কোহলির,পেছনে ফেললেন সচিনকে 

 

ছবিঃTV9 বাংলা ডিজিটাল ডেস্ক

 

 

২০২০ সালটা কি তবে বিরাটের জন্যও ভালো গেল না? নেটিজেনদের মধ্যে এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

 

ছবিঃTV9 বাংলা ডিজিটাল ডেস্ক

 

প্রসঙ্গত, এদিনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সচিনকে টপকে একদিনের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের কীর্তি গড়েন ক্যাপ্টেন কোহলি।

Next Article