পেশিতে চোট, ইংল্যান্ডের বিরুদ্ধে নেই রাবাডা

Dec 02, 2020 | 4:30 PM

ইংল্যান্ডের কাছে টি-২০ সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার কেপটাউনে প্রথম একদিনের ম্যাচ।

পেশিতে চোট, ইংল্যান্ডের বিরুদ্ধে নেই রাবাডা
দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাডা (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের (England ODI series) আগে ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। পেশির চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ।

তাঁর সুস্থ হতে প্রায় ৩ সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড সফরের জন্য যে জৈব-সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওয়ার্নারের পর স্টার্ক, চোটের খাতায় আরও এক অজি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৫ বছর বয়সী রাবাডাকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হচ্ছে না। কারণ, ২৬ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টেস্টের সিরিজ রয়েছে । তার আগে, দক্ষিণ আফ্রিকার এই পেসার আপাতত রিহ্যাব করবেন । একই সঙ্গে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিও নেবেন।

ইংল্যান্ডের কাছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই ডি ককদের। ৪ ডিসেম্বর কেপ টাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ খেলবে।

Next Article