করাচি: ক্রিকেট ঘিরে ধুন্ধুমার যুদ্ধ লেগে গেল ভারত-পাকিস্তানের (India vs Pakistan)। বেশ কয়েক বছর দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে এখনও ওয়াঘার এপার-ওপারে চাপানউতোর কমেনি। দুই দেশের মহা উত্তেজক ক্রিকেট ম্যাচ শুধু বিশ্বকাপ আর এশিয়া কাপেই আটকে। এ বার এই টুর্নামেন্ট নিয়েও দুই মেরুতে দুই দেশ। পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ কিংবা ওই দেশে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) অনুমতি নিতে হবে সরকারের। ভারত সরকারের তরফে অনুমতি দেওয়া হবে না যে, তা খুব পরিষ্কার। এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে ভারতের এশিয়া কাপ খেলার সম্ভাবনা নেই। বিসিসিআইয়ের তরফে তা জানিয়েও দেওয়া হয়েছে। আর তার পরই স্বভাবসিদ্ধ পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত যদি এশিয়া কাপ বয়কট করে, তা হলে ২০২৩ সালের বিশ্বকাপ (2023 ODI World Cup) থেকে সরে দাঁড়াবে পাকিস্তান। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে কেন পা দেবেন না বাবর আজমরা, তুলে ধরল TV9 Bangla।
মঙ্গলবারই বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। তার পরই সচিব জয় শাহ বলে দিয়েছেন, আগামী বছর এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাবে না ভারত। রামিজ রাজার বোর্ডের এক সিনিয়র সদস্য বলে দিয়েছেন, ‘পাকিস্তানও এ বার কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হচ্ছে। তার কারণই হল, আইসিসি আর এসিসি ইভেন্টের সঙ্গে বিপনন জড়িয়ে। আর্থিক লাভ-ক্ষতি জড়িয়ে। পাকিস্তান যদি ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ না খেলে, তার জন্য যা যা ক্ষতি হবে পিসিবি-র, মেনে নেবে।’ একই সঙ্গে তিনি বলছেন, ‘এই মুহূর্তে তেমন কিছু বলার নেই। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামী মাসে মেলবোর্নে আইসিসির বৈঠক আছে। সেখানে এই ব্য়াপারটা নিয়ে আমরা কথা বলব।’
জয় শাহ আবার এসিসির প্রেসিডেন্টও, সেই তাঁরই’ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না’, এই বিবৃতি দেওয়ার পরই ব্যাপক হইচই পড়ে গিয়েছিল দুই দেশের ক্রিকেট মহলেই। নানান প্রতিক্রিয়াও দিয়েছে এই দুই দেশের ক্রিকেট ভক্তরা। পিসিবির এক কর্তা বলছেন, ‘জয় শাহের বিবৃতিতে পিসিবি খানিকটা হলেও চমকে গিয়েছিল। এশিয়া কাপ হতে এক বছর দেরি। তার আগেই এই রকম ভাবনা, কিছুটা চমকে দেওয়ার মতোই। একটা জিনিস আমরা বুঝতে পারছি না, জয় শাহ কীসের উপর ভিত্তি করে এই রকম বিবৃতি দিলেন। নিরেপক্ষ মাঠে ওরা খেলতে চাইছে।’
ভারতের আগামী এশিয়া কাপ থেকে সরে যাওয়ার ইঙ্গিতে পিসিবি যে মারাত্মক চটেছে, সন্দেহ নেই। হেস্তনেস্ত করতে চাইছেন রামিজরা। জরুরি বৈঠকের দাবি করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কড়া চিঠি পাঠাতে চলেছেন তাঁরা। যে চিঠিতে পরিষ্কার লেখা হবে, তাঁদের দাবি মানা না হলে এসিসির সদস্য পদ ছেড়ে দেবে পাকিস্তান। এসিসি তো বটেই, আইসিসিতেও ভারতের প্রভাব অনেক বেশি। যা কোনও ভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান।