Virat Kohli : যে যা পারে বলুক, সেঞ্চুরি হাঁকিয়ে সেই আগ্রাসী মনোভাবে বিরাট!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 19, 2023 | 5:42 PM

Virat Kohli in IPL 2023 : হায়দরাবাদের ঘরের মাঠে ৬৩ বলে ১০০ রান করেছেন বিরাট কোহলি। ম্যাচের সেরার পুরস্কারও গিয়েছে কিং কোহলির ঝুলিতে। চলতি আইপিএলে ছন্দে থাকা কোহলি গত ২ ম্যাচে রান পাননি। যা নিয়ে সমালোচনা হওয়া শুরু হয়েছিল। তাঁর স্ট্রাইকরেট নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিল। ম্যাচের শেষে সকল সমালোচকদের দারুণ জবাব দিয়েছেন বিরাট।

Virat Kohli : যে যা পারে বলুক, সেঞ্চুরি হাঁকিয়ে সেই আগ্রাসী মনোভাবে বিরাট!
'কুছ পরোয়া নেহি', সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের দারুণ জবাব দিলেন বিরাট
Image Credit source: IPL Website

Follow Us

হায়দরাবাদ : রানমেশিন, চেজ়মাস্টার, কিং কোহলি— এই সব তকমা বিরাট কোহলির (Virat Kohli) নামের সঙ্গে কেন মানানসই, আরও একবার প্রমাণ করে দিলেন। বিরাট মাঠে নামলেই তাঁর সমর্থকদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে যায়। আরসিবির (RCB) অধিনায়ক ফাফ ডু’প্লেসির সঙ্গে ১৭২ রানের জুটি বেঁধে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বিরাট। চলতি আইপিএলে (IPL 2023) ছন্দে থাকা কোহলি আগের দুটো ম্যাচে রান পাননি। যা নিয়ে সমালোচনা হওয়া শুরু হয়েছিল। তাঁর স্ট্রাইকরেট নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে নজরকাড়া সেঞ্চুরির দিন বিরাটের স্ট্রাইকরেটও (১৫৮.৭৩) যথেষ্ট ভালো ছিল। তাই শতরান হাঁকিয়ে সমালোচকদের মুখ খানিকটা হলেও বন্ধ করতে পেরেছেন বিরাট কোহলি। ম্যাচের শেষে সমালোচকদের দারুণ জবাবও দিয়েছেন বিরাট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি আইপিএলে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিল, তাঁদের উদ্দেশে SRH vs RCB ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেন, ‘অতীতে কী করেছি, দেখি না। আমি সবসময় চাপেই রেখেছি নিজেকে। আইপিএলে এটা ছ’নম্বর সেঞ্চুরি। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও নিজেকে কৃতিত্ব দিই না। তাই বাইরের কে কী বললেন, কিছু যায় আসে না। ওঁরা যা বলেন, তা একেবারেই ব্যক্তিগত মতামত। আপনি যখন ক্রিজে থাকবেন, বুঝতে পারবেন, কী ভাবে ম্যাচটা জিততে হবে। দীর্ঘদিন সেটাই করে চলেছি। যে ম্যাচই জিতি না কেন, প্রথমে সেটা টিমের জয়। আর এই জয়ে আমি গর্বিত।’

বিস্ফোরণের আইপিএলে বিরাট কোহলি সেই ক্লাসিক মোডে। শটে বৈচিত্র নেই কেন? বিরাট বলেন, ‘এমন শট, যা দেখতে খুব সুন্দর, খেলতে পছন্দ করি না। বছরের ১২ মাসই ক্রিকেট খেলতে হয়। ফ্যান্সি শট খেলা কিংবা বিপক্ষকে উইকেট দিয়ে আসাটা একেবারেই কাজের কথা নয়। আইপিএল শেষে করেই কিন্তু টেস্ট ক্রিকেটে নেমে পড়তে হবে। সব ধরণের ক্রিকেটের জন্য টেকনিক নিখুঁত রাখতেই হবে। নিখুঁত টেকনিক দিয়ে দল জিতল কিনা, সেই রাস্তাই খুঁজি সবসময়।’

Next Article