Virat Kohli: মাঠে নয়, বিরাট খেলছেন অন্য জায়গায়…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 16, 2023 | 2:14 PM

RCB, IPL 2023: ঘরের মাঠে শনিবার আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে আরসিবি। তারপরই মজায় মাতলেন বিরাট কোহলি। শেয়ার করলেন 'দিল তো বাচ্চা হ্যায় জি'র মুহূর্ত।

Virat Kohli: মাঠে নয়, বিরাট খেলছেন অন্য জায়গায়...
Virat Kohli: মাঠে নয়, বিরাট খেলছেন অন্য জায়গায়...
Image Credit source: Virat Kohli Instagram

Follow Us

বেঙ্গালুরু: চিন্নাস্বামীতে শনি-বিকেলে বিরাট আগ্রাসন দেখা গিয়েছে। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানের ব্যবধানে হারিয়েছে আরসিবি। ১৬তম আইপিএলটা (IPL 2023) বেশ ভালোই কাটছে বিরাট কোহলির (Virat Kohli)। ৪টি ম্যাচে খেলে এখনও অবধি ৩টি হাফসেঞ্চুরি করেছেন ভিকে। শনিবার বিরাটের হাফসেঞ্চুরির দৌলতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে আটকে দিল্লি ক্যাপিটালস। আজ, রবিবার সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি নিজের এক মজার মুহূর্তের ঝলক তুলে ধরেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে কোহলি সদ্য বাচ্চাদের বিনোদন পার্ক থেকে নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যার ক্যাপশনে কোহলি লিখেছেন ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’ নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে কিং কোহলির সেই ছবি।

নেটদুনিয়ায় কোহলির এক সমর্থক এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে বাচ্চা হওয়াটা সীমাহীন সুখ দেয়।’ অপর একজন লিখেছেন, ‘প্রতিটি মানুষের উচিত নিজের ভেতরের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা।’ যেমন একজন ইন্সটাগ্রাম কমেন্টে লিখেছেন, ‘অনুষ্কা শর্মা বলছেন, ভামিকাকে দুষ্টুমি শেখানের পেছনে রয়েছে বিরাটের হাত।’

প্রসঙ্গত, শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে আরসিবি ও বিরাট কোহলিকে সমর্থন করতে গ্যালারিতে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা। আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসির স্ত্রী ইমারির পাশ থেকে ভিআইপি বক্সে অনুষ্কাকে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছিল।

দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে এবং ৩টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট। ম্যাচের শেষে শনিরাতে তিনি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে জয় সেলিব্রেট করেছেন। দু’জনই বিশেষ পানীয় খেয়ে সেলিব্রেট করেছেন। অনুষ্কা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন। সেখানে অনুষ্কা লেখেন, ‘Post-match drinks sesh-sparkling water’ ও ‘We party hard(ly)’। বিরাট ও অনুষ্কা দু’জনই ভীষণ স্বাস্থ্য সচেতন। তাই, তারা নিশ্চিতভাবেই বিশেষ কোনও পানীয় খেয়েছেন বলে ধরে নিয়েছেন তাঁদের অনুরাগীরা।

অনুষ্কা শর্মার ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট

Next Article