মুম্বই: দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর ঠিক এক সপ্তাহ পর এ বারের এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হতে চলেছে। এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক শিবিরে অংশ নেবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। আর সেখানেই এ বার ডাক পড়ল মুম্বইয়ের তিন বোলারের। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা পেসার তুষার দেশপান্ডে রয়েছেন এই তিন বোলারের মধ্যে। আর কে কে সুযোগ পেলেন নেটে বিরাট-রোহিতদের বোলিং করার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩০ অগস্ট শুরু হবে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। ভারত এশিয়া কাপ সফর শুরু করবে ২ সেপ্টেম্বর বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক শিবির আয়োজন করা হয়েছে। যা হবে ২৪-২৯ অগস্ট। এই শিবিরে ভারতীয় ক্রিকেটারদের তৈরি হতে সাহায্য করবেন ভারতীয় পেসার তুষার দেশপান্ডে, অফস্পিনার তনুষ কোটিয়ান এবং বাঁ হাতি স্পিনার শামস মুলানি। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের পক্ষ থেকে মুম্বইয়ের এই তিন বোলারকে বেঙ্গালুরুর আলুরে ভারতের এশিয়া কাপের শিবিরের জন্য পৌঁছে যেতে বলা হয়েছে।
সূত্রের খবর, তুষার, তনুষ ও শামসকে নেট বোলার হিসেবে ভারতীয় টিমের এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে ডাকা হয়েছে। পাশাপাশি ভারতের এশিয়া কাপের জন্য যে প্রস্তুতি শিবির আয়োজন করেছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাতে নেট বোলার হিসেবে কর্নাটকের ৫ ক্রিকেটারও ডাক পেয়েছেন। উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চে প্রস্তুতি সেরে নেবেন বিরাট-রোহিতরা। কারণ এ বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের। শুধু ভারতীয় টিমই নয়, বাবর আজমের পাকিস্তান, দাসুন শানাকার শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ও আফগানিস্তান এই ৫টি টিমকে দেখা যাবে ওডিআই বিশ্বকাপে। আসন্ন এশিয়া কাপ থেকে নেপালই শুধু নেই এ বারের ৫০ ওভারের বিশ্বকাপে।