Virat Kohli: ‘বেড়ানো হয়ে গেলে একটু প্র্যাক্টিসও…’, ফ্যামিলি ম্যান বিরাট কোহলিকে প্রকাশ্যে আক্রমণ
Border Gavaskar Trophy: ২২ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পারথে বল গড়াতে দেরি রয়েছে। তার আগে হঠাৎ করেই নেটিজ়েনরা চটলেন বিরাট কোহলির উপর। নেপথ্যে এক ছবি। বিষয়টা ঠিক কী? জানুন বিস্তারিত।
কলকাতা: যে সময় ভারতের অন্যান্য ক্রিকেটাররা দেশে ছিলেন, তখন বিরাট কোহলি (Virat Kohli) পৌঁছে যান অস্ট্রেলিয়ায়। যা দেখে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়, বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ফর্মে ফিরতে মরিয়া কিং কোহলি। তাই দলের সকলের থেকে আগে পৌঁছে গিয়েছেন পারথে। যেহেতু ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বিরাট, তাই একাধিক দেশের প্রাক্তনীরা বলাবলি করছেন, এই সুযোগ অজিদের সামনে কোহলিকে চাপে ফেলার। অনেকে আবার উল্টো কথাও বলছেন। যে এমনটা হতেই পারে, অস্ট্রেলিয়ার মাটিতেই জ্বলে উঠল বিরাটের ব্যাট। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কোহলির এক ছবি ভাইরাল। যেখানে তিনি একা নন, পাশেই ছিলেন স্ত্রী অনুষ্কা। এবং সামনে একটি বেবি চেয়ার। যে ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘পারথে ভামিকার সঙ্গে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে।’ এই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
Virat Kohli and Anushka Sharma spotted with Vamika in Perth😍❤️#ViratKohli #AnushkaSharma pic.twitter.com/xkGGlhLOjp
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) November 13, 2024
সোশ্যাল মিডিয়া সাইট এক্সে মঙ্গলবার ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থদের ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সময় নেটমাধ্যম মারফত জানা যায়, বিরাট কোহলি অনুশীলন শুরু করেননি। তারপর থেকেই নেটিজ়েনরা বলাবলি করছিলেন, টিমের সকলের চেয়ে আগে এসে বিরাট কি-ই বা করলেন। যেহেতু অনুশীলন শুরু করেননি তিনি।
বিরাট-অনুষ্কার ওই ছবির কমেন্ট সেকশনে এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘প্র্যাক্টিসের জায়গায় এই সব করছে আজকাল। তাড়াতাড়ি গিয়ে কী লাভটা হল!’। শুধু তাই নয়, অপর এক এক্স ব্যবহারকারী কমেন্ট করেন, ‘ভাই বেড়ানো হয়ে গিয়েছে তো এ বার প্র্যাক্টিসও করে নাও।’
Practice k jagah yhi to y kr rha aajkal, kya fayda jaldi Jane k to
— Harsh Raj (@HarshRa42128181) November 13, 2024
Bhai practice bhi krlo agr ghoom liya ho to 🤷🏼♂️
— KuNaL_💫 (@kunalAwasthiii) November 13, 2024