Cricket World Cup 2023 : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা, ছক্কা হাঁকাল আমেদাবাদের হোটেলের ভাড়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 29, 2023 | 9:00 AM

ICC Cricket World Cup 2023 : এ বারের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে ঘিরে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। আমেদাবাদে ১৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তার জন্য তরতর করে বাড়ল সেখানকার প্রতি রাতের হোটেলের ভাড়া।

Cricket World Cup 2023 : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা, ছক্কা হাঁকাল আমেদাবাদের হোটেলের ভাড়া
বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা, ছক্কা হাঁকাল আমেদাবাদের হোটেলের ভাড়া

Follow Us

আমেদাবাদ : এ বারের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) বল মাঠে গড়াতে এখনও ৯৮ দিন বাকি। সাড়ে তিন মাস আগে থেকেই বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। আলোচনার কেন্দ্রে ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। জানলে অবাক হবেন, এখন থেকেই ছক্কা হাঁকাচ্ছে আমেদাবাদের একাধিক হোটেল। কারণ, সেখানের এক একটি হোটেলে এক রাত কাটাতে রুমের দাম দাঁড়িয়েছে ৫০ হাজার টাকা। আগে ভাগে হোটেল রুম বুক করলেও পকেট থেকে গুনতে হবে ৫০ হাজার টাকা। সেখানকার হোটেল ব্যবসায়ীদের মতে, এই দাম আগামী দিনে আরও বাড়তে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদেনে।

আসন্ন বিশ্বকাপের সূচি প্রকাশ হওয়ার পর থেকেই আমেদাবাদে হোটেলের ভাড়া তরতর করে বেড়েছে। অন্য সময় সেখানকার পাঁচতারা হোটেলের ঘরে প্রতি রাতের ভাড়া হয় সাড়ে ছয় হাজার থেকে সাড়ে দশ হাজারের মতো। সেই দর এই বিশ্বকাপের মরসুমে আকাশছোঁয়া। আমেদাবাদে ১৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের সময় আমেদাবাদের কোনও পাঁচতারা হোটেলে রাত কাটাতে হলে, রুমের ভাড়া পড়বে ৫০ হাজার টাকা।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হবে। তার সঙ্গে রয়েছে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। আমেদাবাদের বিভিন্ন পাঁচতারা হোটেলে গেলে ১৩ থেকে ১৬ অক্টোবরের রুম খুঁজে পাওয়া দায়। বিশ্বকাপের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে রাজি দর্শকরা। আমেদাবাদের একাধিক পাঁচতারা হোটেল থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের যে ম্যাচগুলি রয়েছে সেই দিনগুলির জন্য হোটেল রুম বুকিং শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ আশাবাদী, বিশ্বকাপের সময় সব রুমই ভর্তি থাকবে। একাধিক দেশের ক্রিকেট সংস্থা, স্পনসর এবং দর্শকরা এখন থেকেই আমেদাবাদে হোটেল বুক করা শুরু করে দিয়েছেন। এ বারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বেশি উত্তেজনা থাকায়, ওই ম্যাচের জন্যই আমেদাবাদের হোটেলগুলিতে বেশি বুকিং হচ্ছে। এ বার শুধু বিশ্বকাপ শুরু হওয়ার দিন গোনার পালা।

Next Article