নয়াদিল্লি: গত বারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England)। থ্রি লায়ন্সদের অধিনায়ক জস বাটলার এ বারের বিশ্বকাপ ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর মতে, ভারতের উইকেটে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিশ্বকাপে (Cricket World Cup 2023) খেলতে অসুবিধা হবে না। আর এর জন্য বাটলার কৃতিত্ব দিয়েছেন বিসিসিআইকে। আরও ভালো করে বললে বাটলারের মতে, বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ডকে সাহায্য করেছে ভারত। কেন এমন বলেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০১৯ সালে লর্ডসে হয়েছিল বিশ্বকাপের ফাইনাল। শেষ ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ফাইনালের ফয়সলা হয় সুপার ওভারে। কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এ বার ঘরের মাঠের সুবিধে থাকছে না ইংল্যান্ডের কাছে। কিন্তু ভারতের মাটিতেও যে ইংল্যান্ডের ক্রিকেটাররা বিশ্বকাপ জিততে পারেন, এই নিয়ে আশাবাদী বাটলার। তবে ইংল্যান্ডের অধিনায়ক অবশ্য এমনটা মনে করেন না যে, ভারতের মাটিতে হতে তলা বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে না ইংল্যান্ড।
বাটলার বলেন, ‘ভারতের মাটিতে ইংল্যান্ড বাড়তি কোনও সুবিধা কিন্তু পাবে না। তবে আমাদের অনেক ক্রিকেটার আইপিএল খেলেছে। তাই আমাদের দলের অনেতেই জানে ভারতের উইকেটে কেমন ভাবে খেলতে হয়। ওই অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপে কাজে লাগবে। আশা করি তাতে আমাদের বিশ্বকাপের প্রস্তুতিতে সুবিধা হবে।’
আইপিএলে বাটলার ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন। আইপিএলে তিনি নজরকাড়া পারফর্ম করেছিলেন। এ বার দেখার ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের মাটিতে তিনি কী চমক দেখান। বিশ্বকাপের আগে বাটলার নিজের ৩ সেরা ব্যাটারের কথা জানিয়েছেন। মনে করেন না। বাটলার বলেছেন, ‘কুইন্টন ডি’কক পায়ের সামনে থেকেও দারুণ ভাবে তুলে শট মারতে পারে। রোহিতের পুল শট তো দুর্দান্ত। আর ঋষভ পন্থের নির্ভীক মানসিকতাও অসাধারণ। ওর খেলা দেখতেও দারুণ লাগে।’ বাটলারের বলা এই তিন ক্রিকেটারের মধ্যে রোহিত শর্মা এবং কুইন্টন ডি’কক এ বারের ওডিআই বিশ্বকাপে খেলবেন। তবে ঋষভ পন্থকে দেখা যাবে না বিশ্বকাপে। তিনি এখনও রিহ্যাবে রয়েছেন।
বর্তমানে জস বাটলার অবশ্য দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ব্যস্ত। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন তিনি। এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার বাটলার।