MS Dhoni : ‘আরও ৫ বছর আইপিএল খেলুক’, সিএসকে কোচের মন্তব্যে খুশির হাওয়া মাহি-দুনিয়ায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 20, 2023 | 12:28 PM

MS Dhoni in IPL: এটাই যে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে মাহির আসল সিদ্ধান্ত কী তা এখনও অজানা। চলতি আইপিএলের গ্রুপ পর্বে সিএসকের শেষ ম্যাচের আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, তিনি মনে করেন ধোনি চাইলেই আগামী ৫ বছর আইপিএলে খেলতেই পারেন।

MS Dhoni : আরও ৫ বছর আইপিএল খেলুক, সিএসকে কোচের মন্তব্যে খুশির হাওয়া মাহি-দুনিয়ায়
'আরও ৫ বছর আইপিএল খেলুক', সিএসকে কোচের মন্তব্যে খুশির হাওয়া মাহি-দুনিয়ায়
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : চেন্নাই এক্সপ্রেসের আজ স্টপেজ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফের আগে গ্রুপ পর্বে আর হাতে গোনা ৪টি ম্যাচ বাকি রয়েছে। আজ, শনিবার বিকেলে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে নামবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। এটাই যে ধোনির শেষ আইপিএল, তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে মাহির আসল সিদ্ধান্ত কী তা এখনও অজানা। চিপকে সিএসকে এ বারের শেষ হোম ম্যাচ খেলার পর চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন শুনিয়েছিলেন, ধোনিকে নিয়ে আশার কথা। তাঁর মতে, আগামী মরসুমেও মাহিকে সিএসকের হয়ে খেলতে দেখা যাবে। এ বার ১৬তম আইপিএলের গ্রুপ পর্বে সিএসকের শেষ ম্যাচের আগে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসির মুখেও শোনা গেল একই কথা। ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন তিনি। ইয়েলোব্রিগেডের ব্যাটিং কোচ মনে করেন, ধোনি চাইলেই আগামী ৫ বছর আইপিএলে খেলতেই পারেন। আর কী কী বললেন চেন্নাইয়ের কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি আইপিএলে হাঁটুর চোট নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। যে কারণে, তিনি দলকে জানিয়ে রেখেছেন প্রয়োজন না পড়লে বেশি দৌড়বেন না। দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, ধোনি এখনও আগের মতোই ব্যাটিং করছেন। শুধু তাই নয়, সেই পুরনো ফিনিশার ধোনি এখনও রয়েছেন। মাহি এখনও বিধ্বংসী মেজাজে ছক্কা হাঁকান। তা পর্যবেক্ষণ করেছেন চেন্নাইয়ের কোচ। তাঁর মতে, ধোনি যদি এখনও খেলাটা উপভোগ করছেন সেক্ষেত্রে আগামী ৫ বছর তিনি আইপিএলে খেলতেই পারেন।

দিল্লি বনাম সিএসকে ম্যাচের আগে ধোনির অবসরের জল্পনা নিয়ে হাসি বলেন, ‘ওর অবসর নিয়ে আমাদের কোনও কথা হয়নি। একমাত্র ও-ই জানে কবে অবসর নেবে। তবে ও এখনও দারুণ ব্যাটিং করছে। আমরা দেখতে পাচ্ছি ধোনি পরের দিকে ব্যাটিং করতে আসছে। কিন্তু আগের মতোই ম্যাচ ফিনিশ করছে। ও ছক্কা মারছে এবং ম্যাচ জেতাচ্ছে। ফলে আগামী ৫ বছর আইপিএলে ও খেলা চালিয়ে যেতেই পারে।’

সিএসকে কোচ আরও বলেন, ‘ধোনির হাঁটুর অবস্থা ১০০ শতাংশ ভালো নয়। ও ম্যাচে ১০, ১১, ১২ ওভারের দিকে নামতে চায় না। যাতে ওকে বেশি দৌড়ে রান নিতে না হয়। ও নিজের হাঁটুর কথা ভেবেই শেষের দিকে নামার সিদ্ধান্ত নিয়েছে। চলতি আইপিএলে ও ক্রিজে নামার আগে শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অজিঙ্ক রাহানে ও অম্বাতি রায়ডুদের ওপর আস্থা রেখেছে।’

Next Article