AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: গুজরাটে মজা পাচ্ছ তো… কাকে দেখে বলে উঠলেন হার্দিক পান্ডিয়া?

Hardik Pandya, MI: যতই মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ঘিরে ট্রফির নতুন স্বপ্ন সাজাক, নিজের প্রাক্তন দলকে দেখে আবেগঘন হার্দিক। আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টইটান্স ম্যাচের আগের দিন এক মন ভালো করা দৃশ্য দেখা গেল।

IPL 2025: গুজরাটে মজা পাচ্ছ তো... কাকে দেখে বলে উঠলেন হার্দিক পান্ডিয়া?
IPL 2025: গুজরাটে মজা পাচ্ছ তো... কাকে দেখে বলে উঠলেন হার্দিক পান্ডিয়া?Image Credit: MI X
| Updated on: Mar 28, 2025 | 5:18 PM
Share

কলকাতা: ঘরে ফিরেও অতীতকে যেন ভুলতে পারছে না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএল (IPL) যাত্রা শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে জার্সি গায়ে। নীল জার্সিতেই উত্থান হয়েছিল তাঁর। দেশের সেরা অলরাউন্ডার হিসেবে উঠে এসেছিলেন নির্বাচকদের নোটবুকে। ৬ বছর পর ২০২১ সালে দল পাল্টে গুজরাট টাইটান্সে যোগ দেন হার্দিক। নেতা হিসেবে যে তিনি লম্বা রেসের ঘোড়া, তা প্রমাণও করে দিয়েছিলেন। আনকোরা নতুন টিম নিয়ে দু’বার ফাইনালে ওঠেন। এক বার চ্যাম্পিয়ন। ২ বছর পর আবার গুজরাট ছেড়ে পুরোনো দল মুম্বইয়ে ফিরে যান। এ বার ফের পুরনো দল গুজরাটের মুখে হার্দিকের নামার পালা। তার আগে প্রতিপক্ষ শিবিরের খোঁজ নিয়েছেন হার্দিক।

যতই মুম্বই তাঁকে ঘিরে ট্রফির নতুন স্বপ্ন সাজাক, নিজের প্রাক্তন দলকে দেখে আবেগঘন হার্দিক। আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টইটান্স ম্যাচের আগের দিন এক মন ভালো করা দৃশ্য দেখা গেল প্র্যাসে। ক্টিগুজরাটের সতীর্থদের দেখা মাত্রই সবাইকে একে একে জড়িয়ে ধরেন হার্দিক। গুজরাটের অধিনায়ক শুভমন গিলকে দেখেই জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন, কী খবর তাঁর? ঠিক পরের মুহূর্তেই পৌঁছে যান গুজরাট দলের হেড কোচ আশিস নেহরার কাছে। তাঁর সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠেন মুম্বইয়ের ক্যাপ্টেন।

এই বছর গুজরাট দলে যোগ দেওয়া মহম্মদ সিরাজকে দেখে জিজ্ঞেস করেন যে, নতুন টিম গুজরাটে যোগ দিয়ে মজা পাচ্ছেন কিনা? সিরাজ উত্তরে বলেন, “হ্যাঁ এখানে খুব মজায় আছি।” হার্দিক তাঁর সেই কথা জবাবে আবার হাসতে হাসতে বলেন, “আশিসভাই আছে যখন, মজা তো হবেই।” এর পরে জয়ন্ত যাদব, সাই কিশোরদের দেখেও তাদের খোঁজ নেন গুজরাটের প্রাক্তন ক্যাপ্টেন। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি খেলতে নামবে মুম্বই ও গুজরাট। তার আগে আগে এই হার্দিক, শুভমনদের বন্ধুত্ব সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।