অভিষেক সেনগুপ্ত
আমেদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের জয়রথ থামিয়ে কি ট্রফি দেশে নিয়ে যেতে পারবে অজিরা? রবিবার আমেদাবাদে মিলবে এই প্রশ্নের উত্তর। বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় দল বিশ্বকাপে যে ফর্মে রয়েছে, তাতে ৫ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া ফাইনালে ধরাশায়ী হতেও পারে। এমনটা বলছে ক্রিকেট মহলের একাংশ। আর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কী বলছেন? ফাইনালে অজি টিমকে চাপে ফেলতে পারেন কে? ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে প্যাট কামিন্স (Pat Cummins) সঙ্গে সঙ্গে বলে দিলেন, মহম্মদ সামির (Mohammed Shami) নাম। কামিন্সের মতে, মহারণে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন ভারতীয় তারকা পেসার। সামিকে নিয়ে আর কী বললেন কামিন্স? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টুর্নামেন্টের শুরু থেকে মহম্মদ সামিকে খেলায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে সামিকে খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারপর থেকে সামি-ঝড়ে খড়কুটোর মতো একাধিক প্রতিপক্ষ ব্যাটাররা উড়ে গিয়েছেন। বিশ্বকাপের সেমিফাইনালেও অসাধারণ পারফর্ম করেন সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে তিনিই ভারতকে সেমিফাইনালে তোলেন। ৬ ম্যাচে ২৩টি উইকেট নিয়ে সামিই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি বোলার। তাই দুরন্ত ফর্মে থাকা সামিই অজিদের কাছে বিরাট মাথাব্যাথার।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে প্রেস কনফারেন্সে সামিকে নিয়ে কামিন্স বলেন, ‘ভারতের সব ক্রিকেটাররা প্রতি বিভাগেই দুরন্ত পারফর্ম করছে। কিন্তু একজনের নাম বিশেষ করে বলতেই হয়। মহম্মদ সামি। টুর্নামেন্টের প্রথম থেকে ও খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করছে। মহম্মদ সামি বিশ্বমানের প্লেয়ার। তাই ও অজি টিমের কাছে বড় চ্যালেঞ্জ।’
সামিই অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ বলার পাশাপাশি কামিন্স অবশ্য বলেছেন, ‘অজি টিমের ব্যাটাররা সামির বিরুদ্ধেও অনেক ম্যাচ খেলেছে। ফলে ওরা কিন্তু এই বোলারদের উপর চাপ তৈরি করতেই পারে।’ সামি ছাড়া আর কোনও ক্রিকেটার কি ভাবাচ্ছে ক্যাঙ্গারুদের? কামিন্সের কথায়, ‘পুরো টিমটাই অসাধারণ। ওরা ৫ বোলারকে প্রতি ম্যাচেই ১০ ওভার বল করাচ্ছে। ওদের স্পিনাররা মাঝের ওভারগুলোয় ভালো পারফর্ম করছে। কুলদীপ ও জাডেজা অসাধারণ জায়গায় দলকে পৌঁছে দিচ্ছে। ভারতের প্রতি ম্যাচেই বোলারদের দাপট দেখা গিয়েছে।’
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ভারত যে এ বারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য তা দেখেছে ক্রিকেটবিশ্ব। এ বার দেখার ফাইনালের মঞ্চে কী করে মেন ইন ব্লু।