আমেদাবাদ: ভারত ফাইনালে উঠতেই আলোচনায় ২০০৩ বিশ্বকাপ ফাইনাল (2003 World Cup Final)। কিন্তু কেন? কারণ ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। নিজে পারেননি, তবে এ বার ফাইনালে অজিদের হারিয়ে বিশ্বকাপ জিতুক ভারত চাইছেন ২০০৩ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফাইনালের জন্য রোহিত শর্মাদের (Rohit Sharma)শুভেচ্ছাবার্তা দিলেন মহারাজ। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল (ICC ODI World Cup Final 2023) নিয়ে কতটা আশাবাদী সৌরভ? এই প্রসঙ্গে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০০৩ বিশ্বকাপের সেই ফাইনাল আজও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করলেও তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ২৩ মার্চ জোহানেসবার্গের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সে বার ভারতকে ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের ১৪০* রানের দুর্দান্ত ইনিংস, ড্যামিয়েন মার্টিনের ৮৮ রান, অ্যাডাম গিলক্রিস্টের হাফ সেঞ্চুরি সব মিলিয়ে অসাধারণ ইনিংস খেলে বিশ্বজয় করেছিল অজিরা। এ বার ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল যেন বারবার মনে করিয়ে দিচ্ছে সেই ২০০৩ বিশ্বকাপের কথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের ফাইনাল, আশা এবং আশঙ্কা থাকছে দুই-ই। তবে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্য়ায়। জানালেন, ভারত যদি এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে তাদের কেউ আটকাতে পারবে না। এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, “অস্ট্রেলিয়াকে পরাস্ত করার লক্ষ্য় নিয়ে তৈরি ভারত। ফাইনালের জন্য দলকে শুভেচ্ছা। পুরো টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরম্য়ান্স দিয়েছে দল,সেই ধার যদি ধরে রাখতে পারে দল তবে কেউ তাহলে ভারতকে ছাপিয়ে যাওয়া মুশকিল।”
প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে ভারত। উন্মাদনা যেন বাঁধ মানছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভারতের হাতে ট্রফি উঠুক আশায় বুক বাঁধছে আসমুদ্র হিমাচল। ভারতকে নিয়ে স্বপ্ন দেখছেন সৌরভও। ফাইনাল নিয়ে সৌরভের সংযোজন, “অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। একটা ভালো ফাইনাল ম্য়াচ হতে চলেছে।”