Virat Kohli: ‘বিদেশে যে কোনও টিমকে হারাতে পারি’, দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2021 | 2:48 PM

India vs New Zealand: কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম টেস্ট সিরিজ জয়। বিরাট-রাহুল কম্বিনেশন ধীরে ধীরে জমে উঠছে। বিরাট যা নিয়ে নিজেও উচ্ছ্বসিত।

Virat Kohli: ‘বিদেশে যে কোনও টিমকে হারাতে পারি’, দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট
Virat Kohli: ‘বিদেশে যে কোনও টিমকে হারাতে পারি’, দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট

Follow Us

মুম্বই‌: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পর পর দুটো সিরিজ জয় আমূল পরিবর্তন করে ফেলেছে ভারতীয় টিমের। যে কোনও বিদেশ সফরের জন্য তুমুল আত্মবিশ্বাসী বিরাট কোহলিরা (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যই নিয়েই এগোচ্ছে রাহুল দ্রাবিড়ের টিম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও কানপুর টেস্টে বিশ্রাম নিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন। তবে তাঁর ব্যাট থেকে মুম্বই টেস্টে প্রাপ্তি প্রথম ইনিংসে (০) ও দ্বিতীয় ইনিংসে (৩৬)। কিন্তু অধিনায়ক হিসেবে এক অনন্য নজির গড়লেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে ৫০টি করে ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন বিরাট। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি জুড়ল বিরাটের মুকুটে।

এক নম্বর টেস্ট টিম নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ সিরিজ জিতল ভারত। কানপুরে টেস্ট ড্র হলেও ওয়াংখেড়ে আর বিপক্ষকে দাঁড়াতে দেননি রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদবরা। চতুর্থ দিন সকালেই ১৬৭ রানে শেষ করে দিল কিউয়িদের। ৩৭২ রানের ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার। আর তার পরই দক্ষিণ আফ্রিকা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেল বিরাটদের। ম্যাচের পর ক্যাপ্টেন বিরাট বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের ঘরের মাঠে দারুণ সাফল্য টিমের মনোভাবটাই পাল্টে দিয়েছে। এই বিশ্বাসটা ঢুকে পড়েছে যে, বিদেশের মাটিতে যে কোনও টিমের বিরুদ্ধে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকায় আমাদের সাফল্য পেতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে। দারুণ কিছু পেতে হলে সেটা করতেই হবে। আর তার জন্য আমরা তৈরি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল ক্যাপ্টেন বিরাটকে। ওয়াংখেড়ে টেস্টে টিমে ফিরেই সাফল্য পেলেন। প্রথম ইনিংসে ০ করে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৩৬-এ থেমেছেন তিনি। বিরাটের মুখে অবশ্য নিজেকে নিয়ে কথা নেই। টিমের সাফল্যেই উচ্ছ্বসিত তিনি। বলছেনও, ‘ক্যাপ্টেন হিসেবে টিমে ফিরেই এমন একটা দুরন্ত জয়ের স্বাদই আলাদা। অতীতেও টিমের এমন পারফরম্যান্স দেখেছি। কানপুরে প্রথম টেস্টেও ভারতীয় টিম ভালো খেলেছিল। কিন্তু ওয়াংখেড়েতে সব কিছুকে ছাপিয়ে গিয়েছি আমরা। সিরিজের দ্বিতীয় টেস্টে আরও ভালো খেলা যায় কী করে, তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারই ফসল পাওয়া গেল।’

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ১০ উইকেট নিলেও মোটামুটি ভালোই স্কোর খাড়া করেছিল ভারত। যে কারণে শুরু থেকে বিপক্ষকে পাল্টা চাপে রাখাটাই ছিল বিরাটদের স্ট্র্যাটেজি। বিরাট যা নিয়ে বলছেন, ‘পিচ থেকে কিছুটা সাহায্য পাওয়া যাচ্ছিল। পিচে গতি ও বাউন্স দুই-ই ছিল। তাই বিপক্ষকে আমরা চাপে রাখার চেষ্টা করেছিলাম। এটা মানতেই হবে যে, ওয়াংখেড়ের বাইশ গজ ভালো ক্রিকেট খেলার একটা সুযোগ এনে দিয়েছিল আমাদের কাছে।’

কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম টেস্ট সিরিজ জয়। বিরাট-রাহুল কম্বিনেশন ধীরে ধীরে জমে উঠছে। বিরাট যা নিয়ে নিজেও উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘আমরা ভারতীয় টিমের হয়ে খেলার সময় নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আগের ম্যানেজমেন্ট দারুণ কাজ করে গিয়েছিল। এখন কোচ হিসেবে রাহুল ভাই এসেছে। এই ম্যানেজমেন্টের মানসিকতাও তা-ই। ভারতীয় ক্রিকেটকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: India vs New Zealand: ঘরের মাঠে নতুন ইতিহাস বিরাটদের, জয় দিয়ে দ্রাবিড়-কোহলি যুগের সূচনা

Next Article