IPL 2022: প্রকাশ্যে এল ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হওয়া লখনঔ সুপার জায়ান্টসের লোগো

প্রাচীন ভারতীয় পুরাণ থেকে অনুপ্রেরণা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো তৈরি হয়েছে।

IPL 2022: প্রকাশ্যে এল ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হওয়া লখনঔ সুপার জায়ান্টসের লোগো
IPL 2022: প্রকাশ্যে এল ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হওয়া লখনঔ সুপার জায়ান্টসের লোগো
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 7:30 PM

লখনঔ: এ বার থেকে আট দলের বদলে হতে চলেছে দশ দলের আইপিএল (IPL)। কিছুদিন আগেই লখনঔ ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল নাম ঘোষণা করেছিল। আজ প্রকাশিত হল লখনঔ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) লোগো। দলের লোগোতে যেমন অভিনবত্ব রয়েছে, তেমনই এই লোগোর পিছনে রয়েছে এক গল্পও। যা নিজেদের টুইটারে জানিয়েছে লখনঔ। প্রাচীন ভারতীয় পুরাণ থেকে অনুপ্রেরণা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো তৈরি হয়েছে।

টুইটারে এক ভিডিওর মাধ্যমে দলের লোগো প্রকাশ করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, “মহানুভবতার দিকে এগিয়ে যাচ্ছি। লখনঔ সুপার জায়ান্টস তার ডানা প্রসারিত করতে তৈরি। মহানুভবতার জন্য তৈরি!” সেই সঙ্গে দলের লোগোর নেপথ্যে কোন ভাবনা রয়েছে, তাও উল্লেখ করা হয়েছে।

লখনঔ সুপার জায়ান্টস-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “পৌরাণিক পাখি গরুড়, যিনি একজন রক্ষক এবং দ্রুত মসৃণভাবে এগিয়ে চলাকর ক্ষমতাসহ সিংহাসনে অধিষ্ঠিত। তা এই দলের ডানাযুক্ত প্রতীক তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি ডানাতে তেরঙার ব্যবহার করা হয়েছে দেশের প্রতি ভালোবাসা থেকে। নীল রঙের ব্যাট দিয়ে পাখির শরীর তৈরি করা হয়েছে, ক্রিকেট খেলা বোঝানোর জন্য। এর পাশাপাশি রয়েছে একটি লাল বল, কমলা রংয়ের সিমযুক্ত, যার ব্যবহার করা হয়েছে শুভ ‘জয় তিলক’ ফুটিয়ে তোলার জন্য।” এবং তারা আরও জানিয়েছে, সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরার জন্যই এই রকন লোগো তৈরি করা হয়েছে।

লখনঔয়ের প্রকাশ করা ভিডিওটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। লোগোর পাশাপাশি প্রকাশ্যে এসেছে থিম মিউজ়িকও। সেটি তৈরি করেছেন বাঙালি সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। TV9 বাংলাকে এক্সক্লুসিভভাবে জানিয়েছেন আইপিএল-এর নতুন ক্রিকেট দলের থিম মিউজ়িক পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। সম্ভবত গানটিও তিনিই তৈরি করবেন।

আরও পড়ুন: IPL Auction: নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা

আরও পড়ুন: IPL 2022: ‘লখনও সুপার জায়ান্টস’ নামে আইপিএলে খেলবে সঞ্জীব গোয়েঙ্কার দল

আরও পড়ুন: EXCLUSIVE-IPL-Bengali Composer: আইপিএল-এর নতুন দলের থিম মিউজ়িকের দায়িত্ব এক বাঙালির কাঁধে