কলকাতা: আইপিএলের (IPL) আবহে রাজনৈতিক ভূমিকার থেকে মেন্টরের দায়িত্ব বেশি ভালো করে পালন করতে চান গৌতম গম্ভীর। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে কেকেআরে (KKR) ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নাইটদের মেন্টর তিনি। ২২ মার্চ শুরু হচ্ছে ১৭তম আইপিএল। এ বারের আইপিএলে কেকেআরকে সাফল্য এনে দেওয়ার জন্য এই মুহূর্তে রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি চেয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এ বছর রয়েছে লোকসভা নির্বাচন। তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এর আগে শোনা গিয়েছিল এ বারের লোকসভা নির্বাচনে লড়বেন না গৌতম গম্ভীর। আইপিএলের দামামা বাজার সঙ্গে গৌতম এ বার তাঁর মনোভাব পরিষ্কার করলেন। গৌতম পুরোপুরি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমনটা বলেননি। কিন্তু তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ জানিয়েছেন তাঁকে যেন রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়।
২৩ মার্চ রয়েছে কেকেআরের এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। গৌতম চাইছেন নাইট শিবিরে এ বছর ট্রফি আনতে সাহায্য করতে। যার ফলে শুরু থেকেই টিমের সঙ্গে থাকতে চান গম্ভীর। শনি-সকালে গৌতম তাঁর সোশ্যাল মিডিয়া সাইট X এ এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি দলের মাননীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। যাতে আমি আমার আসন্ন ক্রিকেটীয় প্রতিশ্রুতিগুলি পালন করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানাই আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।’
I have requested Hon’ble Party President @JPNadda ji to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank Hon’ble PM @narendramodi ji and Hon’ble HM @AmitShah ji for giving me the opportunity to serve the people. Jai Hind!
— Gautam Gambhir (@GautamGambhir) March 2, 2024
গৌতম গম্ভীরের এই পোস্টের পর জল্পনা আরও বেড়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে হয়তো লড়বেন না গৌতম গম্ভীর। ২০১৯ সালে গম্ভীর বিজেপিতে যোগ দিয়েছিলেন। সে বারের লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে গৌতম জিতেছিলেন। ভোটের আবহে এ ভাবে হঠাৎ রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যহতি চাওয়ার ফলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন গৌতম গম্ভীরের আর এ বারের লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে না।