Sanju Samson profile: এক দশক পার, সঞ্জু স্যামসন যেন আন্ডারডগই রয়ে গিয়েছেন

Mar 17, 2024 | 8:30 AM

IPL 2024, RR: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫২ ম্যাচে প্রায় ৩০ গড়ে ৩৮৮৮ রান সঞ্জুর। ৩টি সেঞ্চুরিও রয়েছে। ২০টি হাফসেঞ্চুরি। গত মরসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন সঞ্জু। ১৪ ম্যাচে ৩৬২ রান করেন। স্ট্রাইকরেট প্রায় ১৫৪! ২০২২ মরসুমে আরও ধারাবাহিক পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান। ক্যাপ্টেন-ব্যাটার দুই ভূমিকাতেই দুর্দান্ত হলেও 'আন্ডারডগ' তকমা যেন যায়নি।

Sanju Samson profile: এক দশক পার, সঞ্জু স্যামসন যেন আন্ডারডগই রয়ে গিয়েছেন
Image Credit source: X

Follow Us

সঞ্জু স্যামসন। বরাবরই শিরোনামে আসেন। আবার হারিয়েও যান। ভারতীয় দলে তাঁর যাওয়া আসা লেগেই রয়েছে। কখনও জায়গা পাকা করে উঠতে পারেননি। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সঞ্জু স্যামসনের কাছে এটাই হয়তো শেষ সুযোগ। তার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য পারফরম্যান্স করতে হবে সঞ্জুকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক দশক পেরিয়ে গিয়েছে সঞ্জুর কেরিয়ার। তারপরও যেন আন্ডারডগই রয়ে গিয়েছেন। এ বার কি হাল বদলাবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসেই অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। সেই ২০১৩ সালে। কেরলের এই কিপার-ব্যাটার পেয়েছিলেন রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে। দ্রাবিড়ের ছায়ায় ক্রমশ উন্নতি করেন সঞ্জু। তখনও অবধি ‘জুনিয়র’ই রয়ে গিয়েছিলেন। উপরের দিকে ব্যাট করার সুযোগ মিলত না। তবে ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন। প্রথম চার মরসুমে অবশ্য স্ট্রাইকরেট টি-টোয়েন্টি স্টাইলের ছিল না।

২০১৬ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন সঞ্জু স্যামসন। এরপরই যেন নতুন সঞ্জু স্যামসনকে পাওয়া যায়। দু-বছর দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে বিধ্বংসী ব্যাটিং করেন সঞ্জু। এর পর ফের রাজস্থানেই ফেরেন সঞ্জু। ২০২১ সালে রাজস্থান রয়্যালস অধিনায়ক করে সঞ্জু স্যামসনকে। এরপর থেকে রাজস্থান রয়্যালসের খেলায় উন্নতি হয়েছে। ট্রফি না এলেও অনেকটা কাছে পৌঁছেছে রাজস্থান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫২ ম্যাচে প্রায় ৩০ গড়ে ৩৮৮৮ রান সঞ্জুর। ৩টি সেঞ্চুরিও রয়েছে। ২০টি হাফসেঞ্চুরি। গত মরসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন সঞ্জু। ১৪ ম্যাচে ৩৬২ রান করেন। স্ট্রাইকরেট প্রায় ১৫৪! ২০২২ মরসুমে আরও ধারাবাহিক পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান। ক্যাপ্টেন-ব্যাটার দুই ভূমিকাতেই দুর্দান্ত হলেও ‘আন্ডারডগ’ তকমা যেন যায়নি।

Next Article