অ্যাডিলেড: ভারতকে যদি আটকাতে হয়, তা হলে এই ছক কষতেই হবে! কী সেই অঙ্ক? কারা ভাবছে এই নতুন ছক নিয়ে? বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে টিমের অন্দরে উত্তেজনার চাপা স্রোত বয়ে যাচ্ছে এক ভারতীয় ব্যাটারকে নিয়ে। তিনি কে? বিরাট কোহলি? বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা কিং কোহলির জন্য সব টিমই যে পরিকল্পনা নিয়ে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ইংল্যান্ডের এই অঙ্ক আর এক ভারতীয় ক্রিকেটারের জন্য। যিনি এই বিশ্বকাপে সেরা ছন্দে রয়েছেন। টিমকেও টানছেন প্রতি ম্যাচে। যাঁর আগ্রাসনের শিকার হচ্ছে একের পর এক টিম। তিনি কে? সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যাঁকে আটকাতে না পারলে ম্যাচ জেতা যাবে না, বলেই দিচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। বিপক্ষ শিবিরে কী ভাবনা চলছে সূর্যকে নিয়ে, তুলে ধরল TV9Bangla।
মেলবোর্নে আগের ম্যাচেই বিস্ফোরক ব্যাটিং করেছেন সূর্য। তাঁর স্কুপ শট দেখে অবাক হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব। সেই কারণেই ইংলিশ টিমের নোটবুকে প্রবল ভাবে ঢুকে পড়েছেন স্কাই। অ্যাডিলেডে নেমে পড়ার আগে বেন স্টোকস বলে দিচ্ছেন, ‘সূর্য মাঠে নেমে নিজের মতো করে একটা আশ্চর্য দুনিয়া তৈরি করে ফেলছে। ও অসাধারণ ক্রিকেটার। দুরন্ত ফর্মেও রয়েছে। এমন কিছু শট ও খেলছে, যা দেখে মাথা চুলকানো ছাড়া আর কোনও রাস্তা থাকছে না। যে কারণে ওকে তাড়াতাড়ি ফেরাতেই হবে। যাতে ও কোনও ভাবেই পছন্দের শটগুলো খেলতে না পারে।’
৩২ বছরের ক্রিকেটারকে এখন নতুন ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলে ডাকা হচ্ছে। মাঠের চারদিকে স্ট্রোক খেলতে পারেন। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন। সূর্য ক্রিজে এলেই এক ঝটকায় বেড়ে যাচ্ছে রানরেট। জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ২৫ বলে নট আউট ৬১ রানের যে ইনিংস খেলেছেন, তা এই বিশ্বকাপের অন্যতম সেরা, সন্দেহ নেই। ফাইনালে পৌঁছতে হলে জস বাটলার, বেন স্টোকসদের দুরন্ত পারফর্ম করতে হবে, তা ভালোই বুঝতে পারছেন।
এ বারের বিশ্বকাপে ইংল্যান্ড শুরু করেছিল অন্যতম ফেভারিট হিসেবে। কিন্তু শুরু থেকে একেবারেই ছন্দে ছিল না বাটলারের টিম। আয়ার্ল্যান্ডের কাছে হেরে শেষ চারের অঙ্ক জটিল করে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম। পর পর ম্যাচ জিতে সেমিতে পা দিয়েছে টিম। স্টোকস বলে দিচ্ছেন, ‘আশা করি আরও দুটো ম্যাচ আমরা পাব। আর শেষ পর্যন্ত ট্রফিটা তুলতে পারব। কিন্তু তার আগে আমাদের ভারতের বিরুদ্ধে জিততে হবে। ওরা যে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ, সেটা ভালো করেই জানি। ভারতকে হালকা নিলেই কিন্তু বিপদে পড়ব।’
সূর্যর পাশাপাশি বিরাটকে নিয়েও পরিকল্পনা রাখছে ইংল্যান্ড টিম। এই বিশ্বকাপে ২৪৬ রান করে ফেলেছেন কিং কোহলি। ১২৩ গড়। দীর্ঘ দিনের খরা কাটিয়ে প্রবল ভাবে ফর্মে ফিরেছেন তিনি। স্টোকস কিন্তু বলছেন, ‘চারটে খুব খারাপ বছর কাটিয়েছে বিরাট। যেটা অবিশ্বাস্য। সেখান থেকে বেরিয়ে এসে আবার সেই ফর্মে রয়েছে। ওর সম্পর্কে যে শেষ কথা বলা যায় না, সেটা ও প্রমাণ করে দিয়েছে।’