Dhruv Jurel: রোহিত-রাহুলের ভরসা ছিল না! কার জন্য সুযোগ ধ্রুব জুরেলের?

Mar 14, 2024 | 8:08 PM

Rohit Sharma-Rahul Dravid: অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় ভরতে ভরসা দেখালেও তার মর্যাদা দিতে পারেননি ভারতের কিপার ব্যাটার। অতীতেও বেশ কিছু টেস্টে সুযোগ পেয়েছিলেন। কিপিং হোক বা ব্যাটিং, দুই ভূমিকাতেই ফ্লপ। মাত্র ১৫টি প্রথম শ্রেনির ম্যাচের অভিজ্ঞতা থাকা ধ্রুব জুরেলকে ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলাতে চাননি কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

Dhruv Jurel: রোহিত-রাহুলের ভরসা ছিল না! কার জন্য সুযোগ ধ্রুব জুরেলের?
Image Credit source: X

Follow Us

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে একঝাঁক ক্রিকেটারের অভিষেক হয়েছে। ভারতীয় দলে বেশ কয়েকজনের। এর মধ্যে রজত পাতিদার ছাড়া সকলেই অভিষেক সিরিজে নজর কেড়েছেন। আলাদা করে বলতে হয় কিপার ব্যাটার ধ্রুব জুরেলের কথা। ঈশান কিষাণ ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় কিপার-ব্যাটার হিসেবে খেলেছিলেন লোকেশ রাহুল। তবে দেশের মাটিতে স্পেশালিস্ট কিপার চাইছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দু-ম্যাচে খেলানো হয় শ্রীকার ভরতকেই। প্রত্যাশাপূরণ করতে না পারলেও রোহিত-রাহুল দ্রাবিড় চাইছিলেন তাঁকেই খেলিয়ে যেতে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় ভরতে ভরসা দেখালেও তার মর্যাদা দিতে পারেননি ভারতের কিপার ব্যাটার। অতীতেও বেশ কিছু টেস্টে সুযোগ পেয়েছিলেন। কিপিং হোক বা ব্যাটিং, দুই ভূমিকাতেই ফ্লপ। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মাত্র ১৫টি প্রথম শ্রেনির ম্যাচের অভিজ্ঞতা থাকা ধ্রুব জুরেলকে ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলাতে চাননি কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। ধ্রুব জুরেল আইপিএল এবং হাতে গোনা কিছু ম্যাচের অভিজ্ঞতা নিয়েই অভিষেকে নজর কাড়েন।

রোহিত ও রাহুলকে রাজী করিয়েছিলেন দল নির্বাচক প্রধান অজিত আগরকর। বোর্ডের এক সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘অজিত আগরকরই জুরেলের নাম প্রস্তাব করেছিল। টিম ম্যানেজমেন্ট ধ্রুব জুরেলকে নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিল না। এমন একজন প্লেয়ার যার সেই অর্থে লাল-বলের ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে খেলা সাহসী সিদ্ধান্ত। তবে জুরেলের মধ্যে সেই আগুনটা দেখেছিল আগরকর।’

Next Article