AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akash Deep: নতুন গাড়ি কিনেছেন, চালাতেই পারবেন না আকাশ দীপ! কেস খেল ডিলারও…

Indian Cricket News: ক্রিকেট কেরিয়ারে উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনটাও দারুণ করতে চাইছেন। একটু সুন্দর ভাবে জীবন যাপন কে না চান! আকাশ দীপও সেটাই চেয়েছেন। নতুন একটি গাড়িও কিনেছেন। কিন্তু সেটি চালাতেই পারবেন না! 

Akash Deep: নতুন গাড়ি কিনেছেন, চালাতেই পারবেন না আকাশ দীপ! কেস খেল ডিলারও...
Image Credit: INSTAGRAM
| Updated on: Aug 12, 2025 | 8:52 PM
Share

প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। টেস্ট দলে অবশ্য় একটা সময় নিয়মিত ছিলেন না। যদিও এ বারের ইংল্যান্ড সফর নতুন করে আবিষ্কার করেছে আকাশ দীপকে। সীমিত সুযোগে দুর্দান্ত বোলিং করেছেন। ম্যাচের মোড় ঘোরানো ব্যাটিং করেছেন। ব্যক্তিগত জীবনে একটা সময় খুবই খারাপ কেটেছে আকাশ দীপের। ক্রিকেট কেরিয়ারে উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনটাও দারুণ করতে চাইছেন। একটু সুন্দর ভাবে জীবন যাপন কে না চান! আকাশ দীপও সেটাই চেয়েছেন। নতুন একটি গাড়িও কিনেছেন। কিন্তু সেটি চালাতেই পারবেন না! বা বলা ভালো, সেই গাড়ি রাস্তায় বের করা যাবে না। এর নেপথ্যে রয়েছে নানা কারণ।

ইংল্যান্ড সফর থেকে ফিরেই একটু ফরচুনার গাড়ি কিনেছেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। লখনউতে এই গাড়ি কিনেছেন আকাশ দীপ। কিন্তু এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়নি। হাই সিকিউরিটি নম্বর প্লেটও পাওয়া যায়নি। মোটর ভেহিকলের নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশন এবং হাইসিকিউরিটি নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না। যে কারণে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের পেসার। গাড়ি কিনেও তাঁকে অপেক্ষা করতে হচ্ছে।

আকাশ দীপই যে সমস্যায় পড়েছেন তা নয়। বড় রকমের কেস খেয়েছেন গাড়ির ডিলারও। কারণ, নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন এবং হাই সিকিউরিটি নম্বর প্লেট ছাড়া গাড়ি বিক্রিরই কথা নয়। ফলে পরিবহন দফতর সেই শো-রুমকে বড় অঙ্কের জরিমানা করেছে। শুধু তাই নয়, ডিলারশিপও এক মাসের জন্য নির্বাসিত করা হয়েছে।

View this post on Instagram

A post shared by Akash Deep (@akash.deep969)