India vs West Indies: আজ তৃতীয় টি ২০, ম্যাচ শুরুর সময় পিছোল, হারের পর কী বললেন রোহিত, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 02, 2022 | 2:21 PM

শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার থাকতেও আবেশ খানকে কেন শেষ ওভার দেওয়া হল! রোহিত জানালেন...

India vs West Indies: আজ তৃতীয় টি ২০, ম্যাচ শুরুর সময় পিছোল, হারের পর কী বললেন রোহিত, জানুন বিস্তারিত
Image Credit source: TWITTER

Follow Us

 

সেইন্ট কিটস : ভারত-ওয়েস্ট (India vs West Indies) ইন্ডিজ টি ২০ সিরিজ সমতায়। সোমবার জিতে ১-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। পরপর দু-দিন ম্যাচ। ফলে ম্যাচের সময় ওলট-পালট করতে হল। সোমবার ভারতীয় সময় রাত ৮টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টি ২০। লাগেজ সমস্যায় প্রাথমমিকভাবে ২ ঘণ্টা পিছোনো হয় ম্যাচ। সমস্যা না মেটায় আরও একটা পিছনো হয় ম্যাচের সময়। তাতেও দেখা যায় অর্শদীপ সিংয়ের জার্সি পরে খেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সোমবারের ম্যাচ দেরীতে শুরু এবং শেষের প্রভাব পড়ল আজ মঙ্গলবার তৃতীয় টি ২০-তেও। দু-দলের সম্মতিতে দেড় ঘণ্টা পিছনো হয়েছে তৃতীয় টি ২০-র সময়। ভারতীয় সময় (Match Timing) অনুযায়ী রাত ৯.৩০-তে শুরু হবে তৃতীয় টি ২০। প্লেয়াররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সে কারণেই এমন সিদ্ধান্ত। ৬ ও ৭ অগস্ট চতুর্থ ও শেষ টি ২০ ম্যাচও পরপর দু-দিন।

টরবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম টি ২০ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ হয় সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ম্যাচের শুরুতে চরম অব্যবস্থাপনায় মনসংযোগে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। ওয়ার্নার পার্কের গতি এবং বাড়তি বাউন্সও সমস্যায় ফেলেছে ভারতকে। ব্যাটিং একেবারেই ভালো হয়নি। টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। ইনিংসের ২০ ওভারও ব্যাট করতে পারেনি। ১৩৮ রানেই অলআউট ভারত। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার ওবেদ ম্যাকয় মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন। জবাবে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের। ভারতীয় ইনিংসের প্রথম বলেই আউট রোহিত শর্মা। টানা দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে ব্যর্থ সূর্যকুমার যাদব। শ্রেয়স আইয়ার এই সিরিজে ভরসা দিতে পারছেন না। দ্বিতীয় ম্যাচে একাদশে একটি মাত্র বদল করেছিলেন রোহিত। লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের জায়গায় আবেশ খান। এই ম্যাচে শ্রেয়সের পরিবর্তে দীপক হুডাকে সুযোগ দেওয়া হতে পারে।

সামনেই টি ২০ বিশ্বকাপ। সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টায় ভারত। সোমবার হারের পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘বোর্ডে যথেষ্ঠ রান তুলতে পারিনি আমরা। ব্যাটিং ভালো হয়নি। পিচ নিয়ে কোনও অজুহাত দেওয়ার জায়গা নেই। ব্যর্থতা আমাদের। তবে এমনটা হতেই পারে। ব্যাটিংয়ে কিছু পরীক্ষা চলছে। সবদিনই তা ঠিকঠাক যাবে, এমনটা নাও হতে পারে। নিজেদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব।’ বোলাররা যদিও ম্যাচটাকে রুদ্ধশ্বাস করে তুলেছিলেন। শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার থাকতেও আবেশ খানকে কেন শেষ ওভার দেওয়া হল! রোহিত জানালেন, ‘সকলকেই সুযোগ দিত হবে। ভুবনেশ্বরের দক্ষতা সম্পর্কে আমরা জানি। কিন্তু অর্শদীপ কিংবা আবেশকে সুযোগ না দিলে, ওদের স্নায়ুর চাপ বা শেষ দিকে বোলিং করার দক্ষতা সম্পর্কে জানবো কী করে! বোর্ডে যে টুকু রান ছিল, হয়তো ১৩-১৪ ওভারেই ম্যাচ শেষ হয়ে যেতে পারত। আমাদের বোলিং বিভাগ কিন্তু শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছে। একটা হারেই প্যানিক করার কিছু নেই। একটা ম্যাচেই সবকিছু বদলে দেওয়ারও কারণ নেই।’

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাত ৯.৩০, ডিডি স্পোর্টস এবং ফ্যানকোডে সম্প্রচার।

চোখ রাখুন টিভি নাইন বাংলার লাইভ ব্লগে।

Next Article