Anil Kumble: বিসিসিআই এর কাছে কী আর্জি জানালেন কুম্বলে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 11, 2022 | 6:33 PM

বিশ্বকাপ থেকে টিম ইন্ডিয়া ছিটকে যাওয়ার পর, আজ সকালে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে।

Anil Kumble: বিসিসিআই এর কাছে কী আর্জি জানালেন কুম্বলে?
বিসিসিআই এর কাছে কী আর্জি জানালেন কুম্বলে?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের ক্ষত সামলে উঠতে সময় লাগবে ভারতীয় টিমের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, আজ সকালে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে (Anil Kumble)। বিসিসিআই (BCCI) এর কাছে তাঁর আর্জি, বিদেশি লিগে খেলতে দেওয়া হোক ভারতের যুব ক্রিকেটারদের। পরবর্তী প্রজন্ম যাতে দ্রুত বিকল্প হয়ে উঠতে পারে, তার জন্য এই যুক্তি কুম্বলের। কী বললেন তিনি, তুলে ধরল TV9 Bangla।

২০০৮ সালে ভারতে আইপিএল শুরুর পর বিভিন্ন দেশ নিজেদের মতো করে টি টোয়েন্টি লিগের আয়োজন করছে। যার মধ্যে অন্যতম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। কুম্বলের যুক্তি, যদি বাইরের প্লেয়াররা আইপিএলে খেলতে পারেন, তা হলে ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে অংশগ্রহণ করার অনুমতি পাবেন না কেন?

সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়ার মাঠে বিবিএল খেলার অভিজ্ঞতা ইংল্যান্ডের ক্রিকেটারদের রয়েছে। কিন্তু ভারতীয় প্লেয়ারদের সেই অভিজ্ঞতা নেই। তাই এই বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।” এই প্রসঙ্গে কোচ দ্রাবিড়ও কিছুটা সহমত। সাংবাদিকদের তিনি বলেন, “ইংল্যান্ড ক্রিকেটারদের কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা রয়েছে। যা ওরা কাজে লাগিয়েছে।ম্যাচের সেরা ক্রিকেটার অ্যালেক্স হেলসের তো আবার অস্ট্রেলিয়ার মাঠে সবচেয়ে বেশি বিবিএল খেলার রেকর্ড রয়েছে। অ্যাডিলেড ওর প্রিয় মাঠ।”

কুম্বলের একই সঙ্গে মন্তব্য, “ভারতীয় ক্রিকেটারদের কাছে এই রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কঠিন। কারণ ওই সময় আমাদের ঘরোয়া ক্রিকেট চলে। ভারতীয় ক্রিকেটারদের এইসব লিগে খেলতে দিলে রঞ্জি শেষ হয়ে যাবে। রঞ্জি শেষ হয়ে যাওয়া মানে, টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাওয়া। আমি চাই না ভারতীয় ক্রিকেটের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের মতো হোক।”

প্রাক্তন লেগস্পিনার মনে করছেন, ভারতীয় টিমের ব্যাটিং আরও সাবলীল হওয়া প্রয়োজন। টি-টোয়েন্টিতে কারও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার হয় না। সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে সব ক্রিকেটারকেই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একশো শতাংশ দেওয়ার জন্য সমস্ত দিক থেকে পুরোপুরি তৈরি হওয়ার জন্য বিদেশি লিগে খেলার প্রয়োজন আছে বলেও যুক্তি খাড়া করেন। এখানেই শেষ নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এই বিষয় নিয়ে তলিয়ে ভেবে, যে সমস্ত যুব ক্রিকেটারদের এই ধরনের অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন, তাঁদের সেই ব্যবস্থা করে দেওয়ার দাবিও জানান প্রাক্তন ক্যাপ্টেন ও কোচ কুম্বলে।

Next Article