KKR, IPL 2024: সামনে মাইলস্টোনের ডালি, রিঙ্কু-রাসেল-নারিন কে আগে গড়বেন রেকর্ড?

Mar 21, 2024 | 7:53 AM

২০১২ ও ২০১৪ সালে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সে বার নাইট নেতা ছিলেন গৌতম গম্ভীর। এখন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এ বার দেখার শ্রেয়স-গৌতম যুগলবন্দিতে কেকেআর শিবিরে তৃতীয় আইপিএল ট্রফি আসে কিনা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ৫ নাইট তারকার সামনে রয়েছে কী কী মাইলস্টোন।

KKR, IPL 2024: সামনে মাইলস্টোনের ডালি, রিঙ্কু-রাসেল-নারিন কে আগে গড়বেন রেকর্ড?
KKR, IPL 2024: সামনে মাইলস্টোনের ডালি, রিঙ্কু-রাসেল-নারিন কে আগে গড়বেন রেকর্ড?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বেগুনি সোনালি জার্সি, তাতে ২টো তারা… নাইট জার্সি কেকেআরের (KKR) অনুরাগীদের কাছে একটা বিশেষ আবেগের। নব উদ্যমে ১৭তম আইপিএল শুরু করতে তৈরি ১০ দল। গৌতম গম্ভীরের মন্ত্রে কলকাতা নাইট রাইডার্স শিবিরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ক্রিকেটাররা স্বাধীনতা পেয়েছেন। দলে সিনিয়র-জুনিয়র ভেদাভেদ থাকছে না। গৌতম টিমে এসেই প্রথম দিন থেকে সে কথা পরিষ্কার করে দিয়েছিলেন। ২২ মার্চ আইপিএলের (IPL) ঢাকে কাঠি পড়ছে। তার ঠিক একদিন পর অর্থাৎ ২৩ মার্চ নাইটরা শুরু করবে আইপিএল যাত্রা। ২০১২ ও ২০১৪ সালে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সে বার নাইট নেতা ছিলেন গৌতম গম্ভীর। এখন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এ বার দেখার শ্রেয়স-গৌতম যুগলবন্দিতে কেকেআর শিবিরে তৃতীয় আইপিএল ট্রফি আসে কিনা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ৫ নাইট তারকার সামনে রয়েছে কী কী মাইলস্টোন।

এক ঝলকে দেখে নিন নাইটদের পঞ্চ পাণ্ডবরা আসন্ন আইপিএলে কোন কোন রেকর্ড গড়তে পারেন…

  1. রিঙ্কু সিং – কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ১০০০ রান পূর্ণ করার জন্য রিঙ্কু সিংয়ের প্রয়োজন আর ২৭৫ রান।
  2. আন্দ্রে রাসেল – কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ১০০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য আন্দ্রে রাসেলের প্রয়োজন আর ৫টি উইকেট।
  3. সুনীল নারিন – কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০টি উইকেটের মাইলফলকে পৌঁছতে হলে সুনীল নারিনের আর প্রয়োজন ৩৭টি উইকেট।
  4. বরুণ চক্রবর্তী – আইপিএলে কেকেআরের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী বোলার হওয়ার জন্য বরুণ চক্রবর্তীর প্রয়োজন আর ৬টি উইকেট।
  5. ভেঙ্কটেশ আইয়ার – কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ১০০০ রান পূরণ করার জন্য ভেঙ্কটেশ আইয়ারের প্রয়োজন ৪৪ রান।

এ বারের আইপিএল শুরু হবে ২২ মার্চ। এখনও অবধি বোর্ডের পক্ষ থেকে যে আইপিএলের সূচি ঘোষণা হয়েছে, তাতে নাইটদের তিনটি ম্যাচ হবে যথাক্রমে – ২৩ মার্চ (প্রতিপক্ষ – সানরাইজার্স হায়দরাবাদ), ২৯ মার্চ (প্রতিপক্ষ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এবং ৩ এপ্রিল (প্রতিপক্ষ – দিল্লি ক্যাপিটালস)।

Next Article