IPL 2024 Auction: আইপিএলের আগে দারুণ ছন্দে রাসেল, স্বস্তিতে মেন্টর গম্ভীর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 13, 2023 | 1:53 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে সুপারহিট রাসেল। জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। রাসেলকে আইপিএলের আগে ফর্মে দেখে নিশ্চিতভাবেই খানিকটা স্বস্তি পাচ্ছেন কেকেআরে ঘরওয়াপসি হওয়া গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কারণ, আসন্ন আইপিএলে (IPL) তাঁকে কেকেআরের মেন্টর হিসেবে দেখা যাবে।

IPL 2024 Auction: আইপিএলের আগে দারুণ ছন্দে রাসেল, স্বস্তিতে মেন্টর গম্ভীর
IPL 2024 Auction: আইপিএলের আগে দারুণ ছন্দে রাসেল, স্বস্তিতে মেন্টর গম্ভীর
Image Credit source: ICC

Follow Us

ব্রিজটাউন: কে বলবে গত ২ বছর তিনি দেশের জার্সিটা গায়ে চাপাননি। কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। জাতীয় দলে ফিরে ঠিক তেমন ঝলক দেখালেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে সুপারহিট রাসেল। জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। রাসেলকে আইপিএলের আগে ফর্মে দেখে নিশ্চিতভাবেই খানিকটা স্বস্তি পাচ্ছেন কেকেআরে ঘরওয়াপসি হওয়া গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কারণ, আসন্ন আইপিএলে (IPL) তাঁকে কেকেআরের মেন্টর হিসেবে দেখা যাবে। আর নাইটদের অন্যতম বড় ভরসা এই ক্যারিবিয়ান ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ২ বছর পর দারুণ কামব্যাক করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বাটলারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩ বল বাকি থাকতেই ১৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথমে বল হাতে দুরন্ত পারফর্ম করেন আন্দ্রে রাসেল। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে তিনি তুলে নেন ৩টি উইকেট। যার মধ্যে রয়েছে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট (৪০), লিয়াম লিভিংস্টোন (২৭) ও রেহান আহমেদের (১) উইকেট।

বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখিয়েছেন রাসেল। আট নম্বরে নেমে ১৪ বলে ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রাসেল। ১১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দেওয়া ১৭২ রানের টার্গেট পূর্ণ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আন্দ্রে রাসেল। অন্যদিকে ইংল্যান্ডের ভাগ্য মোটেই ভালো যাচ্ছে না। ভারতের মাটিতে কিছুদিন আগে হওয়া ওডিআই বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওডিআই সিরিজ হেরেছেন বাটলাররা। এ বার টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও হারল ইংলিশব্রিগেড। এ বার দেখার আগামিকাল টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কিনা।

Next Article
Rinku Singh: ছক্কায় চৌচির কাচ, প্রোটিয়া বোর্ডের কাছে ক্ষমা চাইলেন রিঙ্কু
Rohit Sharma: ২০ দিন পার… বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে মনের কথা জানালেন রোহিত শর্মা