AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venkatesh Iyer: ভেঙ্কটেশ আইয়ারকে ফর্মে ফিরতে বিশেষ টোটকা কিংবদন্তি স্পিনারের

এই মরসুমে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার। ৬ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। এ বার তাঁর ছন্দে ফেরার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কিংবদন্তি স্পিনার।

Venkatesh Iyer: ভেঙ্কটেশ আইয়ারকে ফর্মে ফিরতে বিশেষ টোটকা কিংবদন্তি স্পিনারের
ভেঙ্কটেশ আইয়ারকে ফর্মে ফিরতে বিশেষ টোটকা কিংবদন্তি স্পিনারেরImage Credit: X
| Updated on: Apr 27, 2025 | 6:40 PM
Share

কলকাতা: আইপিএল (IPL) এমন এক মঞ্চ যেখানে কোনও ক্রিকেটার ভালো খেললে তাঁকে নিয়ে আলোচনা হয় তুমুল। আর খেলতে না পারলে সমালোচনা হয় প্রচুর। এই যেমন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। জেড্ডায় গত বছরের শেষে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের পর থেকে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) প্রাইস ট্যাগ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এখনও চলছে সে বিষয়ে চর্চা। আইপিএল নিলামে ২৩.৭৫ কোটিতে কেকেআর দলে নিয়েছিল এই বা-হাঁতি ব্যাটারকে। এই মরসুমে এখনও অবধি চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার। ৬ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। এ বার তাঁর ছন্দে ফেরার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অনিল কুম্বলে চলতি আইপিএলে ভেঙ্কটেশ আইয়ারের ফর্মে বদল আনতে ব্যাটিং পজিশনে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক চলতি মরসুমে ব্যাট হাতে সেইভাবে ছন্দে নেই। ছয় ইনিংসে ২২.৫০ গড়ে ১৩৯.১৭ স্ট্রাইক রেটে, ১৩৫ রান করেছেন।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ভেস্তে যাওয়ার পর অনিল কুম্বলে সম্প্রতি নাইট তারকাকে নিয়ে বলেছেন, ‘এই ম্যাচে ওদের উচিত ছিল ভেঙ্কিকে আরও উপরের দিকে ব্যাটিং করতে নামানো। সুনীল নারিনের সঙ্গে ওপেন করা এবং পরে একজন ভারতীয় উইকেটকিপারকে নামানো। ওরা রমনদীপকে বাদ দেওয়ার কথা ভাবছিল, সেটা না হয় ঠিক আছে। লভনীথ সিসোদিয়াকে দলে আনাতে পারত। ও খারাপ খেলোয়াড় নয়, ও উইকেটকিপিংও করতে পারে। এবং চেতন সাকারিয়ার পরিবর্তে অনরিখ নর্টজেকে খেলানো উচিত।’

কুম্বলে আরও বলেন, ‘পাওয়ার প্লে-তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে অভ্যস্ত ভেঙ্কটেশ। ও টপ অর্ডারে খুব ভালো ব্যাট করে। অতীতে ও অনেক ভালো ইনিংস খেলেছে। দুবাইতে যখন কেকেআর খারাপ অবস্থায় ছিল, তখন ও এভাবেই কেকেআরকে প্লে অফে নিয়ে গিয়েছিল।’

ভেঙ্কির ব্যাটে এই আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস কবে আসবে? সেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কেকেআরের তারকা নিজেও হয়তো ভাবছেন কীভাবে ছন্দে ফেরা যায়।