লন্ডন : দ্য আল্টিমেট টেস্ট! ওভালে শুরু হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। এই মহারণ নিয়ে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে। ফাইনাল দেখতে ভারত-অস্ট্রেলিয়ার সমর্থকরা ভিড় জমিয়েছেন ওভালে। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় সংস্করণ। ভারতও দ্বিতীয় বার বিশ্ব টেস্ট ফাইনালে খেলছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে এটি তাদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে কোন দল হবে টেস্টে বিশ্বসেরা? এই WTC ফাইনালের পরই তার উত্তর পাওয়া যাবে। ওভালে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদে (Ritika Sajdeh)। তাঁর সঙ্গে স্ট্যান্ডে দেখা গিয়েছে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকেও (Anushka Sharma)। কিন্তু তাঁদের মাঝে স্ট্যান্ডে রয়েছেন আরও এক মহিলা। কে তিনি? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওভালের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের জন্য ভীষণ স্পেশাল। কারণ, দুই অধিনায়কই তাঁদের কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে খেলছেন। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে টস জেতেন রোহিত শর্মা। অজিদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। এই মাইলস্টোন ম্যাচে রোহিতের সমর্থনে ওভালের স্ট্যান্ডে দেখা গিয়েছে তাঁর স্ত্রী ঋতিকাকে। সঙ্গে ছিলেন বিরাটজায়া অনুষ্কা শর্মারও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
Anushka Sharma and Ritika Sajdeh in the stadium and watching WTC Final. pic.twitter.com/ljZi9CKHOh
— CricketMAN2 (@ImTanujSingh) June 7, 2023
ওভালের স্ট্যান্ডে ঋতিকা সজদে, অনুষ্কা শর্মার মাঝখানে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলের স্ত্রী মেহা প্যাটেলকেও। ভারতীয় ক্রিকেটের বাপু অক্ষর প্যাটেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের স্কোয়াডে রয়েছেন। কিন্তু একাদশে সুযোগ পাননি। প্রসঙ্গত, বিরাটকে সমর্থন করতে একাধিক ম্যাচে গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মাকে। WTC ফাইনালের জন্য বিরাট কোহলি ইংল্যান্ডে আসার পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়েছিলেন। তাঁরা ম্যাঞ্চেস্টার সিটি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এফএ কাপ ফাইনাল উপভোগ করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিরুষ্কার সঙ্গে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন শুভমন গিলও।