Arjun Tendulkar: বাবার মতোই রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি, সাত নম্বরে নেমে আলোড়ন ফেললেন অর্জুন!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 14, 2022 | 4:12 PM

মাস্টারব্লাস্টার অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। কিন্তু 'তেন্ডুলকর'এর সেঞ্চুরি থেমে থাকছে না। বাবার কাজটা এ বার এগিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে!

Arjun Tendulkar: বাবার মতোই রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি, সাত নম্বরে নেমে আলোড়ন ফেললেন অর্জুন!
Image Credit source: Twitter

Follow Us

মারগাও: ৩৪ বছর আগে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে ঘোষণা করে দিয়েছিলেন, এক নতুন প্রতিভাব উদয় হয়েছে। ৩৪ বছর পর তাঁরই ছেলে ছুঁয়ে ফেললেন বাবাকে। প্রায় ৩৫ বছরের কেরিয়ারে সেঞ্চুরির জন্যই বিখ্যাত ছিলেন তিনি। ফর্ম্যাট যাই হোক না কেন, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সেঞ্চুরি পাননি, এমনটা কখনওই হয়নি। মাস্টারব্লাস্টার অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। কিন্তু ‘তেন্ডুলকর’এর সেঞ্চুরি থেমে থাকছে না। বাবার কাজটা এ বার এগিয়ে নিয়ে যাচ্ছেন ছেলে! ভারতীয় টিমের হয়ে সব ধরনের ক্রিকেটে ১০০টা সেঞ্চুরির রেকর্ড রয়েছে সচিনের। তাঁর ছেলে অর্জুন এখনও সেই স্বপ্ন দেখাতে শুরু করেননি। তবে, গোয়ার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন অর্জুন (Arjun Tendulkar)। মূলত তিনি বাঁ হাতি পেস বোলার। কিন্তু বাবার প্রতিভার ছিটেফোঁটা যে ছেলের মধ্যেও থাকবে, তাতে আর আশ্চর্য কী! অর্জুনের প্রথম সেঞ্চুরি ইনিংস তুলে ধরল TV9 Bangla

মঙ্গলবার, প্রথম দিনের শেষবেলায় ব্যাট করতে নেমেছিলেন ৭ নম্বরে। রাজস্থানের বিরুদ্ধে তখন টিম চাপে। টিমের রান তখন ২০১-৫। এক দিকে সুরেশ প্রভুদেশাই চেষ্টা করছেন টিমকে বিপন্মুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার। অর্জুন সাত নম্বরে নামলেও শুরু থেকেই ধৈর্য দেখিয়েছে। তারই ফল পেলেন। ১৭৮ বলে সেঞ্চুরি করেন। ১১২ রানের চমৎকার ইনিংস খেলে নট আউট রয়েছেন। মেরেছেন ১৫টা চার। মেরেছেন দুটো বিশাল ছয়। গোয়া ৪১০-৫ তুলে ফেলেছে। অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। বাবা একটা সময় দেশকে বিপদ থেকে উদ্ধার করতেন। সেই ঝলকই যেন দেখাচ্ছেন অর্জুন। কার্যত সারা দিন ব্যাট করেছেন ২১ বছরের তরুণ বাঁ হাতি ব্যাটার।

বাবার মতো মুম্বইয়ের হয়েই বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা অর্জুনের। জুনিয়র টিমে নিয়মিত মুখ হলেও সিনিয়র টিমে সে ভাবে সুযোগ পাচ্ছিলেন না। তবে লিস্ট এ ম্যাচে মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও বেশি সুযোগ পাওয়ার জন্যই তিনি গোয়ায় যোগ দিয়েছেন। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ মিলল প্রথম ম্যাচেই। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল টিমে থাকলেও অভিষেক হয়নি তাঁর। তারপর থেকেই নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে ছিলেন অর্জুন। সেই কারণেই মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়া। সচিন নিজেও চেয়েছিলেন অর্জুন যেন এমন কোনও টিমে খেলেন, যেখানে সুযোগ বেশি মিলবে। তা পেলে যে প্রতিভা ঝলক দেখাবেন, সচিনপুত্র দেখিয়ে দিলেন।

Next Article